মাধ্যমিক পাশ সঙ্গে এই সার্টিফিকেট থাকলেই চাকরি মিলবে ভারতীয় নৌসেনায়
ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্টের মাধ্যমে শাতাধিক কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। পদগুলিতে আবেদনের জন্য আজই জানুন বিস্তারিত।
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্টের মাধ্যমে শাতাধিক কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। পদগুলিতে আবেদনের জন্য আজই জানুন বিস্তারিত।
শূন্যপদ- শূন্যপদের পদের সংখ্যা ৫৫৪ জন তরুণ এবং তরুণী নিয়োগ করা হবে।
বেতনক্রম- লেবেল ১ অনুযায়ী বেতন ১৮০০০-৫৬৯০০ টাকা।
বয়সসীমা- ১৫ মার্চ ২০১৯ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা- প্রার্থীকে ন্যুনতম দশম শ্রেণি পাশ হতে হবে। সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি- মেধা তালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষার জন্য ডাকা হবে। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। সব শেষে নথিপত্র যাছাই হবে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করলেই রাজ্য সরকারি চাকরি, আবেদন করুন আজই
পরীক্ষার ফি- ২০৫টাকা। নেট ব্যাঙ্কিং/ভিসা মাস্টর রুপে ক্রেডিট এবং ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি/ ভিন্নভাবে সক্ষম প্রার্থী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: www.joinindiannavy.gov.in এবং www.indiannavy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৫ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে মেল করতে পারেন incetdcmpr@navy.gov.in-এই আইডিতে।