নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই (UPSC)-র প্রিলিমস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে আগামী সেপ্টেম্বরেই হবে (UPSC) সিভিল সার্ভিস মেইন পরীক্ষা। জেনে নিন কবে কোন পরীক্ষা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: NCC যোগ্যতায় ৫৫ জন গ্র্যাজুয়েট নিয়োগ করবে ভারতীয় সেনা


দেখে নেওয়া যাক পরীক্ষাসূচি


Paper I: সেপ্টেম্বর ২০ (সকাল ৯টা-দুপুর ১২টা)
Paper II: জেনারেল স্টাডিজ-১, ২১ সেপ্টেম্বর (সকাল ৯টা-দুপুর ১২টা)
Paper III: জেনারেল স্টাডিজ-২ ২১ সেপ্টেম্বর (দুপুর ২টো- ৫টা) 
Paper IV: জেনারেল স্টাডিজ-৩, ২২ সেপ্টেম্বর (সকাল ৯টা-দুপুর ১২টা)
Paper V: জেনারেল স্টাডিজ-৪, ২২ সেপ্টেম্বর (দুপুর ২টো- ৫টা)


চাকরি ও শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবর পড়ুন এখানে


উল্লেখ্য, ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ UPSC। তাতে  প্রিলিমিনারি পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের DAF ফর্ম (Detailed Application Form) পূরণে কথা জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। আগামী ১ অগস্ট থেকে চালু হবে অনলাইন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী ১৬ অগস্ট পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন প্রার্থীরা। ফর্ম জমা দেওয়া যাবে upsconline.nic.in ওয়েবসাইটে। বিস্তারিত তথ্যও জানা যাবে ওই ওয়েবসাইট থেকেই।