নিজস্ব প্রতিবেদন: অবশেষে মুক্তি পেল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত, কবীর খান (Kabir Khan) পরিচালিত বহু প্রতিক্ষীত ছবি '83'-র ট্রেলার। ১৯৮৩-তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ার্ল্ড কাপ (1983 Cricket World Cup) জয়ের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে। তৎকালীন ক্যাপ্টেন কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং (Ranveer Singh)। তাঁর স্ত্রী রমি দেবের (Romi Dev) ভূমিকায় ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে (Deepika Padukone)।         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা হিসেবে ইতিমধ্যে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। '83'-র ট্রেলারে তাঁর অভিনয়ের ঝলক দেখে আপ্লুত অনুরাগীরা। সোশ্য়াল মিডিয়ায় তাঁর লুকস নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। বাস্তবের কপিল দেবের মতোই কথা বলা, হাঁটা, বল ডেলিভারির ধরন, মুখের গড়ন এবং তাকানোর ধাঁচে কপিল দেবের (Kapil Dev) যথাযথ অনুকরণ করেছেন রণবীর (Ranveer Singh)। নেটিজেনরা বলছেন, এক পলকে দেখলে বোঝা মুশকিল!




কেবল নেটিজেনরা নয়, ট্রেলার দেখে প্রশংসা করেছেন অভিষেক বচ্চন, রকুলপ্রীত সিং, মণীশ মালহোত্রার মতো বলিউড স্টাররাও। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাবে '83'। করোনা আতঙ্ক কিছুটা কমে যাওয়ায় সিনেমা হলেই মুক্তি পাবে ছবিটি। রণবীর ছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পঞ্কজ ত্রিপাঠী, তাহির রাজ ভাসিন, সাকিব সালিম, নিশান্ত দাহিয়া, হার্দিক সান্ধুস। 






আরও পড়ুন: Srabanti Chatterjee: জল্পনার শেষ, তৃণমূলে যোগ দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!


আরও পড়ুন: Munawar Faruqui: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ! বাতিল বহু শো, কেরিয়ারে ইতি টানলেন কমেডিয়ান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)