ওয়েব ডেস্ক: ফের বিস্ফোরক বলিউডের বাঙালি গায়ক অভিজিত্‍ ভট্টাচার্য। উরি হামলার প্রত্যাঘাতে ভারতের সার্জিক্যাল অ্যাটাকের পর পাকিস্তানি কলাকুশলীদের এ দেশে কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর পাক কলাকুশলীদের ওপর এ দেশে কাজের ব্যাপারে নিষেধাজ্ঞার আরোপের বিরুদ্ধে মুখ খোলেন সলমন খান।


আরও পড়ুন- গোপনে দেশ ছাড়তে চলেছেন এই পাক অভিনেতা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিজিত্‍ এই বিষয়টা নিয়েই সলমনের বিরুদ্ধে তোপ দাগেন। সলমনের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সমর্থনের অভিযোগও আনেন অভিজিত্‍। বাঙালি এই গায়কের অভিযোগ, ''পাকিস্তানি ও ভারতীয় শিল্পীদের একটা বিষয়ে খুব মিল। এরা দুই শ্রেণীই ভারতের টাকায় উপভোগ করবে, প্রচার-খ্যাতি কুড়োবে এবং দুজনেই ভারতীয় বিরুদ্ধে গ্রুপ তৈরি করবে।''


অভিজিত‍-এর অভিযোগ ফাওয়াদ খান যখন পাকিস্তানের হয়ে গলা ফাটিয়ে প্রকৃত দেশপ্রেমের কথা বলছেন, তখন সলমন ভারতের হয়ে বলতে লজ্জা পাচ্ছে। সলমন সবসময় পাকিস্তানী শিল্পীদের সঙ্গে কাজ করতেই ব্যস্ত থাকেন বলেও অভিজিত্‍-এর অভিযোগ।