নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগ নিয়ে তোলপাড় বলিউড। কঙ্গনা রানাউত থেকে সোনু নিগম কিংবা অভয় দেওল, একর পর এক অভিনেতা কিংবা গায়ক মুখ খুলতে শুরু করেছেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বড় মাথার বিরুদ্ধে। স্বজনপোষণের অভিযোগ নিয়ে যখন বি টাউন জুড়ে তোলপাড় শুরু হয়েছে, সেই সময় মুখ কুললেন অভিষেক বচ্চন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুতে তদন্ত করুক সিবিআই, দাবি বিজেপির মনোজ তিওয়ারির


মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও কীভাবে তাঁকে বলিউডের একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দিয়েছেন, তা নিয়ে মুখ খুলেন জুনিয়র বচ্চন। তিনি জানান, ১৯৯৮ সালে বন্ধু রাকেশ ওম প্রকাশ মেহরা সঙ্গে তিনি একসঙ্গে বলিউডে পা রাখবেন বলে মনোস্থির করেন। রাকেশের পরিচালিত সমঝোতা এক্সপ্রেস দিয়েই বলিউডে অভিষেকের সফর শুরু হবে বলে স্থির করেন। কিন্তু রাকেশ এবং তাঁর ছবির দায়িত্ব কোনও প্রযোজক নিতে চাননি। তাঁদের ফিরিয়ে দেন একাধিক পরিচালকও।


আরও পড়ুন : ​ সুশান্তের মৃত্য়ু নিয়ে উঠছে প্রশ্ন, পূর্ণাঙ্গ তদন্তের দাবি চিরাগ পাসওয়ানের


এরপর বিগ বি-র সঙ্গে দেখা করতে এসে জে পি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন। সেখানেই তাঁর লুক দেখে পছন্দ হয়ে যায় জে পি দত্তের। আখরি মুঘল নামে একটি ছবির জন্য জে পি দত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন। ফলে আখরি মুঘল-এর জন্য পছন্দ হয়ে তাঁকে। যদিও আখরি মুঘল তৈরি করেননি জে পি দত্ত। তাঁর পরিবর্তে তৈরি হয় রিফিউজি। ২০০০ সালে জেপি দত্তের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খান। এরপর দিল্লি সিক্স-এ প্রথম বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিষেক বচ্চন।


অর্থাত বলিউডের ভাট, খান, কাপুর, জোহর ক্যাম্পের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে একের পর এক করে, সেই সময় বিগ বি-র ছেলে হয়েও তাঁকে কীভাবে একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দেন, সেই তথ্য সামনে এনে স্বজনপোষণের অভিযোগকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিলেন অভিষেক বচ্চন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।