Abir Chatterjee, Debalay Bhattacharya, New Detective in Tollywood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অঞ্জন দত্ত তাঁকে আবিষ্কার করেছিলেন ব্যোমকেশ হিসাবে, তিনি নিজেকে প্রমাণও করেছিলেন। এখনও অবধি বড়পর্দায় তিনি এই প্রজন্মের শ্রেষ্ঠ ব্যোমকেশ বলেই মনে করেন সিনেপ্রেমীরা। তবে এরপর গঙ্গায় বয়ে গেছে বহু জল। অঞ্জন দত্ত থেকে বেরিয়ে তিনি অরিন্দম শীলের ব্যোমকেশ হয়েছে। এরই মাঝে সন্দীপ রায়ের ছবিতে ফেলুদাও হয়েছেন তিনি। ফেলুদা হিসাবে সেই মানের জনপ্রিয়তা না পেলেও ব্যোমকেশের মতো তাঁকে দর্শক পছ্ন্দ করেছেন সোনাদা অর্থাৎ সুবর্ণ সেনের চরিত্রে। ফের এক নয়া গোয়েন্দা চরিত্রে পর্দায় দেখা যাবে তাঁকে। এবার তিনি স্বপনকুমারের গোয়েন্দা দীপক চট্টোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Cannes Film Festival 2023: কানের রেডকার্পেটে লেহেঙ্গা পরে কুড়োলেন প্রশংসা, জনি ডেপের ছবির প্রিমিয়ারে ১৮০ ডিগ্রি লুক বদল সারার...


টলিউডে এখন গোয়েন্দার ছড়াছাড়ি, সেখানে যেমন রয়েছেন সাহিত্যের পুরনো গোয়েন্দা ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, মিতিন মাসি সেরকমই রয়েছেন নতুন গোয়েন্দা একেনবাবু, সোনাদা, গোরা। বক্স অফিসে মোটামুটি ভালোই ব্যবসা করছে সেই সব গোয়েন্দা গল্প। এবার সেই তালিকায় যোগ হল দীপক চট্টোপাধ্যায়। রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ছবিটি প্রযোজনার দায়িত্বে হইচই স্টুডিয়ো।


গোয়েন্দা গল্প নিয়ে আগেও পরীক্ষামূলক ছবি করেছেন দেবালয় ভট্টাচার্য। তার মধ্যে অন্যতম ‘বিদায় ব্যোমকেশ’। সেখানেও মুখ্য চরিত্রে দেখা গেছে আবীর চট্টোপাধ্যায়কে। এবারই চিরাচরিত ছক ভেঙে পর্দায় তিনি তুলে আনতে চলেছেন দীপককে। বুধবার প্রকাশ্যে এল টিজার। অ্যানিমেটেড টিজারে দেখা মিলল এক গোয়েন্দার। পরনে লং কোর্ট, দুই হাতে দুই বন্দুক ও এক হাত থেকে ঝুলছে একটি লম্বা টর্চ।


আরও পড়ুন- Shah Rukh Khan Viral Video: বয়স ভুলেছেন স্ত্রীর! সাংবাদিক বৈঠকের মাঝেই শাহরুখকে ধমক গৌরীর...



শহরে এমনিতেই গোয়েন্দার ছড়াছড়ি, সেখানে আবার এক নয়া গোয়েন্দাকে কেন ফিরিয়ে আনলেন দেবালয়। পরিচালকের মতে, দীপক চ্যাটার্জি কোনও গোয়েন্দা নয়, সে একটা জগৎ। সেই জগৎটাকে পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তাঁর মতে মধ্যবিত্ত, রুচিশীল বাঙালির সংস্কৃতি দীপক চ্যাটার্জিকে গ্রহণ করেনি। সত্য ঘটনা, বাস্তবের চিত্র দেখতে দেখতে স্বপ্নের অতিবাস্তব বা অবাস্তব জগতটা প্রায় হারিয়েই গেছে পর্দায়। সেই কারণেই স্বপনকুমারের গল্প নিয়ে ছবির পরিকল্পনা করেছেন তিনি। সেই টিজার শেয়ার করে আবীর লিখেছেন, ‘নস্টালজিয়ায় ভরপুর এক গল্প নিয়ে... আসছে দীপক চ্যাটার্জি- দুহাতে দুটো পিস্তল, আর এক হাতে টর্চ!’ কমেন্ট বক্সে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)