নিজস্ব প্রতিবেদন: বলিউড বাদশার ছোট ছেলে আব্রাম খানের (Abram Khan)জন্মদিন বলে কথা। একটু বিশেষ হবে সেটা তো স্বাভাবিক। তবে আব্রামের এবারের জন্মদিনে নজরকাড়া পোস্ট করলেন দিদি সুহানা খান (suhana khan)। ইনস্টা পোস্টে সকালেই আব্রামের সঙ্গে খুনসুটির একটি ভিডিও পোস্ট করেছে শাহরুখ কন্যা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলসাইডে ছোট্ট আব্রাম মজায় সময় কাটাচ্ছে দিদির সঙ্গে। প্রসঙ্গত, শাহরুখ ও গৌরীর সবথেকে ছোট ছেলে আব্রাম খান। ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে শাহরুখের ঘরে আসে আব্রাম। 


আরও পড়ুন, অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে! অসন্তুষ্ট আশা পারেখ



জন্মের পর থেকেই দর্শক মন জিতে নিয়েছে আব্রাম। সোশ্যাল মি়ডিয়ায় প্রায়শই ভাইরাল হয় তার কীর্তিকলাপ। দিদি সুহানা ও দাদা আরিয়নের সঙ্গেও মজার ভিডিও দেখা যায়। বর্তমানে মার্কিন মুকুলে পড়াশোনা করছেন সুহানা। তাই ভাইয়ের জন্মদিনে সোশালই ভরসা।