``সোনু নিগমের সঙ্গে আবু সালেমের যোগ ছিল`` গায়ককে একহাত নিলেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা
সোনু নিগমকে `অকৃতজ্ঞ` বলেও কটাক্ষ করেন দিব্যা খোসলা কুমার।
নিজস্ব প্রতিবেদন : ''সোনু নিগমের সঙ্গে আবু সালেমের যোগ ছিল।'' গায়কের কথার প্রসঙ্গে টেনেই এবার তাঁকে আক্রমণ করলেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা। পাশাপাশি সোনু নিগমকে 'অকৃতজ্ঞ' বলেও কটাক্ষ করেন দিব্যা খোসলা কুমার।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার। ইনস্টাগ্রাম ভিডিয়োতে সোনুকে 'অকৃতজ্ঞ' বলে কটাক্ষ করেন দিব্যা খোসলা কুমার। তিনি বলেন, ''সোনু নিগম দিল্লির রামলীলা ময়দানে ৫টাকায় গান গাইতেন। তাঁর প্রতিভার কথা জানতে পেরে সোনুজিকে মর্যাদা দিয়েছিলেন গুলশন কুমার (টি-সিরিজের প্রতিষ্ঠাতা এবং বর্তমান কর্ণধার ভূষণ কুমারের বাবা)। তখন সোনু নিগমের বয়স ছিল মাত্র ১৮ বছর। আজ সোনু নিগম সবকিছু ভুলে গিয়েছেন।''
দিব্যা খোসলা কুমারের আরও অভিযোগ। ''টি-সিরিজের সঙ্গে কাজ করার পরবর্তীকালে সোনুজি অন্য মিউজিক কোম্পানির সঙ্গে কাজ শুরু করেন। পরে অনভিজ্ঞ ভূষণজি সোনুজির কাছে ছোট্ট সাহায্যের জন্য গিয়েছিলেন। আর এখন ভূষণ কুমারের সেই সাহায্য চাওয়ার বিষয়গুলি হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন সোনু নিগম। সোনুজি দাবি করেছেন, ভূষণ কুমার ওনাকে বলেছিলেন, আবু সালেমের কাছ থেকে বাঁচাতে। ওনাক কথা প্রসঙ্গেই জিজ্ঞাসা করছি, তাহলে কি আবু সালেমের সঙ্গে সোনুজির যোগসূত্র ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল, তা না হলে ভূষণজি কেন ওনার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন? ''
আরও পড়ুন-ইউটিউবে আতিফ আসলামের গান, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ক্ষোভের মুখে ক্ষমা চাইল টি-সিরিজ
এখানেই শেষ নয়, দিব্যা খোসলা কুমার দাবি করেন, টি-সিরিজ অনেক নতুনকে গান গাওয়ার সুযোগ দিয়েছে। যেখান থেকে নেহা কক্কর, হিমাংশ কোহলি, রকুলপ্রীত সিং এবং সঙ্গীত পরিচালক অর্ক-রা উঠে এসেছেন। সোনু নিগমকে পাল্টা প্রশ্ন করে দিব্যা বলেন, ''সোনুজি আপনি তো বড় গায়ক, আপনি কত জন নবাগতকে সুযোগ করে দিয়েছেন? এমনকি টি-সিরিজের ৯৭ শতাংশ মানুষ কাজ করেছেন, যাঁরা তারকা সন্তান নন, বাইরে থেকে এসেছেন।''
এমনকি দিব্যা খোসলা কুমার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ''আজ যিনি ভালোভাবে ক্যাম্পেন চালাচ্ছেন, আর আমি তো দেখছি লোকজন মিথ্যাটাও বিশ্বাস করছেন, কারণ তাঁদের ক্যাম্পেনটা খুব জোরালো। সোনু নিগমও হল এইরকম একজন মানুষ, যিনি জানে কীভাবে দর্শকদের মনের সঙ্গে খেলতে হয়…ভগবান এই পৃথিবীকে রক্ষা করুক!!
আরও পড়ুন-জগন্নাথ-এর আরাধনা করছেন শুভশ্রী, ভিডিয়ো পোস্ট করলেন রাজ
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মতো সঙ্গীত জগতেও মাফিয়া রাজত্ব রয়েছে সম্প্রতি মুখ খোলেন সোনু নিগম। এক্ষেত্রে দুই মিউজিক কোম্পানিকে নিশানা করে একহাত নিয়েছিলেন সোনু নিগম। সোনু কারোর নাম না করলেও কার উদ্দেশ্যে কথাগুলি বলছিলেন, তা কারোরই প্রায় বুঝতে বাকি ছিল না। পরে সোনুর বিরুদ্ধে মুখ খোলেন কিছু তরুণ সঙ্গীতশিল্পী। পরে সোনু ফের ভূষণ কুমারকে সতর্ক করে আরও একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে সোনু বলেন, ''এবার তো তোর নাম নিতেই হচ্ছে। আর এখন থেকে তুই বলেই তোকে সম্মোধন করব, তুই এটারই যোগ্য। তুই ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছিস। তুই ভুলে গেছিস সেই সময়টা যখন আমার আছে এসে বলেছিল, ভাই দয়া করে আমার একটা অ্যালবাম করে দাও..দিওয়ানা করে দাও। বলেছিলি, ভাই স্মিতা ঠাকরের সঙ্গে দেখা করিয়ে দাও, বাল ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও। আবু সালেমের হাত থেকে আমাকে বাঁচাও। আবু সালেম আমাকে গালিগালাজ করছে.. মনে আছে? এই সব জিনিস মনে আছে না ভুলে গিয়েছিস? আমি তোকে বলে দিচ্ছি কিন্তু আমার সঙ্গে ঝামেলায় জড়াস না’।ভূষণ কুমারের মিটু সংক্রান্ত গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকিও দেন সোনু। এবার গায়কের সেই কথা প্রসঙ্গেই তাঁকে একহাত নিয়েছেন দিব্যা খোসলা কুমার।
আরও পড়ুন-''মাফিয়ারা সঙ্গীতজগতের স্বঘোষিত ভগবান'', সোনু নিগমের সমর্থনে মুখ খুললেন আদনান, আলিশা