''মাফিয়ারা সঙ্গীতজগতের স্বঘোষিত ভগবান'', সোনু নিগমের সমর্থনে মুখ খুললেন আদনান, আলিশা

আলিশা লেখেন, ''মিউজিক মাফিয়ারাই নিজেরা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়েছেন।'' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 24, 2020, 05:30 PM IST
''মাফিয়ারা সঙ্গীতজগতের স্বঘোষিত ভগবান'', সোনু নিগমের সমর্থনে মুখ খুললেন আদনান, আলিশা

নিজস্ব প্রতিবেদন : সোনু নিগমের পর এবার বলিউড সিনেমা ও সঙ্গীতজগতে 'মাফিয়া' রাজ নিয়ে মুখ খুললেন আদনান সামি ও আলিশা চিনয়। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে এনিয়ে ক্ষোভ উগড়ে দেন আদনান। ওই একই পোস্ট শেয়ার করেন একসময়ের জনপ্রিয় গায়িকা আলিশা চিনয়। সোনু নিগমের অভিযোগের সপক্ষে মুখ খুলে আদনান ও আলিশা লেখেন, ''মিউজিক মাফিয়ারাই বলিউডের সিনেমা ও সঙ্গীত জগত চালাচ্ছেন। নিজেরাই তাঁরা নিজেদেরকে ভগবানের আসনে বসিয়েছেন।'' 

আদানান সামি লেখেন, ''ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে একটা জোড়ালো ধাক্কার খুবই প্রয়োজন। বিশেষ করে সঙ্গীত জগতে যাঁরা নতুন গায়ক, প্রবীণ গায়ক, সঙ্গীত পরিচালক, প্রযোজক, সকলেই শোষিত হচ্ছেন।  যা বলা হচ্ছে সেভাবে চলুন, নইলে বাদ। যাঁদের সৃজনশীলতা নিয়ে কোনও ধারনাই নেই, তাঁরাই এখানে নিজেদেরকে ঈশ্বরের আসনে বসিয়েছেন। ঈশ্বরের আশীর্বাদে ভারতে ১.৩ মিলিয়ান মানুষ রয়েছেন, তাঁদেরকে কি পুরনো গানের রিমিক্স ছাড়া আর কিছুই দেওয়ার নেই আমাদের? ঈশ্বরের দোহাই এইসব বন্ধ করুন। নতুন শিল্পী, প্রবীণ শিল্পীদের কিছু সৃষ্টি করতে দিন। ওদের নিঃশ্বাস নিতে দিন''।

আরও পড়ুন-দেশের বাড়িতে গিয়ে চাষাবাদের কাজে ব্যস্ত অভিনেতা, এ যেন অন্য নওয়াজউদ্দিন

আদনান আরও লেখেন, ''এই মাফিয়ারাই নিজেদের সিনেমা ও সঙ্গীতজগতে স্বঘোষিত ভাগবানের আসনে বসিয়েছেন। ইতিহাস থেকে কি আপনারা কিছুই শিক্ষা নেন না! শিল্প ও সৃজনশীলতাকে কখনওই নিয়ন্ত্রণ করা যায় না। অনেক হয়েছে, এবার এগুলো থেকে বের হয়ে আসুন। পরিবর্তন আপনার দরজায় কড়া নাড়ছে। প্রস্তুত থাকুন, নিজেদের বাঁধুন।'' এপ্রসঙ্গে আব্রহাম লিঙ্কন-এর একটি কথা টেনে আদানান লিখেছেন, ''তুমি কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানাতে পারো, সবসময়ের জন্য সব মানুষকে বোকা বানাতে পারবে না।''

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

এই একই পোস্ট শেয়ার করেছেন গায়িকা আলিশা চিনয়। ক্যাপশানে লিখেছেন, ''মাফিয়ারা ভয় দেখিয়ে সবকিছু নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করেন। এখানে কোও সততা, কোনও নীতি কাজ করে না। জালিয়াতির চুক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করেন। বন্ধ করুন এই সব। যে শিল্পীদের জন্য পেট চলে, তাঁদের সম্মান দিন।... এত নিরাপত্তাহীনতা, ইগো একদিন আপনাকে বয়কট করবে, এগুলো থেকে বের হয়ে আসুন। এই পুরো সিস্টেম না হলে চুষে ফেলবে।... ''

আরও পড়ুন-গজল গাইছেন সুশান্ত সিং রাজপুত, ভাইরাল ভিডিয়ো

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

সম্প্রতি 'মিউজিক মাফিয়া'দের নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন গায়িকা মোনালি ঠাকুর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক পর পর 'মিউজিক মাফিয়া'দের নিয়ে সর্বপ্রথম মুখ খোলেন সোনু নিগম। দুই মিউজিক কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, 'সঙ্গীত জগত থেকেও কোনও দিন আত্মহত্যার খবর আসতে পারে'।

আরও পড়ুন-নাম না করে সলমনকে আক্রমণ? 'সঙ্গীতজগত থেকেও আত্মহত্যার খবর পেতে পারেন' বিস্ফোরক সোনু

.