নিজস্ব প্রতিবেদন: বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার বাড়ির নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলি চলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে, শত্রুঘ্ন সিনহার মুম্বইয়ের জুহুর বাড়িতে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টি রবিবার সকালে জানাজানি হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড অভিনেতা হওয়ার পাশাপাশি শত্রুঘ্ন সিনহা বিজেপি সাংসদও বটে। বিহারের পাটনা সাহেব লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পাশপাশি তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের (২০০৩ জানুয়ারি- ২০০৪ মে) মন্ত্রী ছিলেন। সেকারণেই ২৪ ঘণ্টার তাঁর জুহুর বাড়ির সামনে পুলিস কনস্টেবল মোতায়েন রাখা হয়। সেই পুলিস কনস্টেবলের সার্ভিস রিভলভার থেকেই এই গুলি চলে। পুরো বিষয়টি আকষ্মিকভাবেই ঘটে বলে জানা গিয়েছে। 


জানা যাচ্ছে জুহুর ও বিল্ডিংয়ের ৮ তলায় থাকেন শত্রুঘ্ন সিনহা। তাঁর বাড়ির নাম 'রামায়ণ'। 


আরও পড়ুন-প্রিয়াঙ্কা 'অপেশাদার', মন্তব্য 'ভারত'-এর প্রযোজকের