নিজস্ব প্রতিবেদন : ​ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বলিউডে। সুশান্ত সিং রাজপুতের পর এবার নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা আসিফ বসরা (৫৩)। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার হয় আসিফ বসরার মৃতদেহ। পুলিস জোর কদমে তদন্ত শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধরমশালায় একটি বহুতলে থাকতেন আসিফ বসরা। ওই বহুতলেরই একটি ঘর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। কাঙরার পুলিস আধিকারিক বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, ঘটনার পর ফরেন্সিক টিম পৌঁছেছে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত।


আরও পড়ুন  : এক নাগাড়ে পাক খাচ্ছেন কৃতি, ভাইরাল বলিউড অভিনেত্রীর ভিডিয়ো


জানা যাচ্ছে, ম্যাকলিওডগঞ্জের ওই বহুতলে গত ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে থাকতেন তাঁর বিদেশিনী বান্ধবীও। কেন নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন আসিফ, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।


যব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই. কাই পো চে, কৃষ থ্রি, ব্ল্যাক ফ্রাইডে-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি পাতাললোক-এর মতো ওয়েব সিরিজেও দেখা যায় তাঁকে।