Jeet, জি ২৪ ঘন্টা ডিজিট্যাল ব্যুরো: সাধারণত ব্যক্তিগত জীবন সকলের অলক্ষ্যেই রাখতে পছন্দ করেন জিৎ। তবে তারপরেও মাঝে মধ্যে মেয়ে নবন্যার ছবি ও ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। তা কখনও মেয়ের জন্মদিনের ভিডিয়ো, কখনও আবার নবন্যার খুনসুটি কিংবা নাচের ভিডিয়ো। বুধবার, মেয়ে নবন্যাকে নিয়ে সুইমিং পুলের জলে ডুব দিয়েছিলেন জিৎ। জলের মধ্যে বেশকিছুক্ষণ ডুব দিয়ে থাকার কেরামতি শেখালেন মেয়েকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মেয়েকে নিয়ে জলের নিচে ডুব দিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে ভালোবাসার বার্তা দিয়েছেন জিৎ। দূর থেকেই ছুঁড়ে দিয়েছেন চুম্বন। ক্যাপশানে লিখেছেন, 'আপনাদের জন্য আমাদের বার্তা জলের ভিতর থেকে, সংকেতলিপির অর্থ বুঝে নিন...'। জিতের ভালোবাসার বার্তায় মুগ্ধ অনুরাগীরা। ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তাঁরা ও প্রিয় অভিনেতাকে পাল্টা ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, 'পাগল করে দিলে তুমি বস। আমাদের তরফ থেকেও ফ্লাইং কিস তোমাকে দাদা। love you jeetda'। কেউ লিখেছেন, 'বস কী লাগছে...'। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।


আরও পড়ুন-'ব্রহ্মাস্ত্র' সুন্দরী মৌনির সঙ্গে দেবের নাচ, কী বললেন রুক্মিনী?



দুদিন আগে স্ত্রী ও মেয়ের সঙ্গে আরও একটি মজার ভিডিয়ো পোস্ট করেছিলেন জিৎ। যেখানে হাতির সঙ্গে মজা করতে দেখা গিয়েছিল ছোট্ট নবন্যাকে। ক্যাপশানে লিখেছিলেন 'ট্রাঙ্ক ভালোবাসায় পূর্ণ'। ভিডিয়োটি দেখেই বেশ বোঝা যাচ্ছিল কোথাও একটা বেড়াতে গিয়ে সেটি শ্যুট করা হয়েছে। সেই ভিডিয়োর নিচেও ভালোবাসায় ভরিয়েছিলেন অনুরাগীরা।



২০১১ সালে পেশায় শিক্ষিকা মোহনা রতলানীকে বিয়ে করেন অভিনেতা জিৎ। ২০১২ সালে জিৎ ও মোহনা জীবনে আসে ছোট্ট নবন্যা। বর্তমানে জিৎ কন্যার বয়স ১০ বছর। প্রসঙ্গত, অভিনেতা জিৎ-এর পুরো নাম জিতেন্দ্র মদনানী। ২০০২ সালে 'সাথী' ছবির হাত ধরে প্রথমবার পর্দায় আসেন জিৎ। প্রথম ছবিই সুপারহিট হয়। পরবর্তীকালে 'জোশ', 'শত্রু', 'দুই পৃথিবী', 'ফাইটার', 'পাওয়ার', 'বচ্চন', '১০০% লাভ', 'সুলতান দ্য সেভিয়ার', 'আওয়ারা'-র মতো অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত 'বস' ছবি সুপার হিট হয়। ২০২২-এ মুক্তি পেয়েছে 'অসুর', 'রাবণ'-এর মতো ছবি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)