নিজস্ব প্রতিবেদন: অসুস্থ মিমি চক্রবর্তী। তাঁর পেটে ব্যথা হচ্ছে। ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিয়েছে। অভিনেতা-সাংসদের রক্তচাপও বেশ কিছুটা কম। বাড়িতেই অভিনেত্রীর রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন কয়েক আগে কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকেই 'টিকা' নিয়েছিলেন মিমি চক্রবর্তী। তিনিই প্রতারক দেবাঞ্জন দেবের পর্দা ফাঁস করেন। এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আসতেই মানসিক ভাবে কিছুটা আঘাত পান তিনি। কারণ, তাঁকে দেখেই ওই ক্যাম্প থেকে অনেকে ভ্যাকসিন নিয়েছিলেন। ফলে সাধারণ মানুষের চিন্তায় মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন সাংসদ। এমনকি জন সাধারণের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার বার্তাও দেন তিনি। 


পরে জানা যায়, ভুয়ো ক্যাম্প চালিয়ে কলকাতা-সহ শহরতলিতে ভুয়ো ভ্যাকসিন দিতেন ধৃত দেবাঞ্জন দেব। এমনকি নিজেকে IAS অফিসার বলেও পরিচয় দিতেন। যদিও সেটাও ভুয়ো। পুলিসি তদন্তে জানা যায়, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে অ্য়ামিকাসিন (Amikacin) অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। Amikacin-এর ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে দিয়েছিলেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। যদিও সেই ভুয়ো টিকার প্রভাবেই, অভিনেতা-সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।  


আরও পড়ুন: কী কারণে Salman-র সঙ্গে তাঁর মুখ দেখাদেখি বন্ধ ছিল? খোলসা করলেন Shah Rukh


আরও পড়ুন: ''বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছি না'', করোনার পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন Paroma?