''বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছি না'', করোনার পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন Paroma?
তাঁর দৃষ্টিশক্তির ৮০ শতাংশই চলে যায়। আর সেকথা নিজেই ফেসবুক পোস্টে তুলে ধরেন গায়িকা।
নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছিলেন সঙ্গীতশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায় (Paroma Banerji)। এরপর গত শুক্রবার থেকে আচামকাই তিনি ঝাপসা দেখতে শুরু করেন, রবিবার তাঁর দৃষ্টিশক্তির ৮০ শতাংশই চলে যায়। আর সেকথা নিজেই ফেসবুক পোস্টে তুলে ধরেন গায়িকা। কোভিডের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, সেকথাই জানিয়েছেন তিনি।
ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? এবিষয়ে Zee ২৪ ঘণ্টাকে পরমা বন্দ্যোপাধ্যায় (Paroma Banerji) জানান, ''আমি হঠাৎ দেখলাম বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ডান চোখটা যেহেতু ঠিক আছে, তাই দুচোখ খোলা থাকলে দেখতে পাচ্ছি। আবার ডান চোখটা একহাত দিয়ে চেপে ধরলেই শুধু একটা রিং-এর মতো দেখছি। অথচ কোনও ব্যথা নেই, জল নেই, কিছুই নেই। হঠাৎ করেই হয়েছে।''
আরো পড়ুন-'দিদিকে সারা রাত ধরে কাঁদতে দেখেছি', Karisma-কে নিয়ে এক অজানা কথা বললেন Kareena
পরমা (Paroma Banerji) আরও জানান, আমার একমাস আগে Covid-হয়েছিল, সেরে উঠলাম। তারপর আবারও কাঁপুনি দিয়ে জ্বর আসে। পেট ফুলছিল, ডক্টর বিভিন্ন টেস্ট দিলেন, তাতে কিছুই বের হয়নি। শুধু একটা ইনফেকশন আছে সেটা বোঝা যায়, কোথায় সেটা স্পষ্ট নয়। ডক্টর অ্যান্টিবায়োটিক দিলেন, সেটা খেয়ে জ্বর কমল, কিন্তু ইনফেকশন কমেনি। এরপর হঠাৎই আমার চোখের দৃষ্টি চলে যায়। আমি রেটিনা সার্জন ডক্টর অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি। উনি বিষয়টা দেখে বেশ চিন্তিত। আই অ্যাঞ্জিওগ্রাম হল, রেটিনা থেকে ফ্লুইড সংগ্রহ করা হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, রিপোর্ট আগামী সোমবার পাব। আমায় স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ দেওয়া হয়েছে।''
এদিকে নিজের সঙ্গে ঘটে যাওয়া পুরো বিষয়টি নিয়ে অনুরাগীদের সতর্ক করেছেন পরমা। সকলকে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।