নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন অভিনেত্রী পুষ্পা জোশি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। 
রিপোর্টে প্রকাশ, গত সপ্তাহে নিজের বাড়িতে পা পিছলে পড়ে যান পুষ্পা জোশি। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই ঘটনার পর থেকেই ক্রমশ শরীর খারাপ হতে শুরু করে পুষ্পা জোশির। অবশেষে শারীরিক ধকল নিতে না পেরে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এক টুকরো পোশাকও নেই শরীরে, মলদ্বীপে গিয়ে উত্তাপ ছড়ালেন এই মডেল অভিনেত্রী
অজয় দেবগণের সিনেমা রেইড-এ অভিনয় করেন পুষ্পা জোশি। ৮৫ বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। রেইড-এর পর থেকে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেন পুষ্পা। কিন্তু গত সপ্তাহের দুর্ঘটনার পর শেষ পর্যন্ত চলে যান অজয় দেবগণের সহঅভিনেত্রী। জানা যাচ্ছে, চিকিতসার জন্য মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হলেও, অস্ত্রোপচারের ধকল নিতে পারেননি তিনি। অস্ত্রোপচারের পরই মুম্বইয়ের ওই হাসপাতালে মৃত্যু হয় পুষ্পা জোশির।


 



পুষ্পা জোশির মৃত্যুর পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রীর মৃত্যুর খবর শেয়ার করেন পরিচালক রাজ কুমার গুপ্তা। রেইড-এ যেভাবে সুনিপুনভাবে অভিনয় করেন পুষ্পা, তা চিরকালস্মরণীয় থাকবে বলেও জানান পরিচালক। শুধু তাই নয়, পুষ্পা জোশিকে দাদিজি বলে সম্মোধন করে রাজ কুমার গুপ্তা জানান, তিনি যখনই সেটে হাজির হতেন, তখন হাসি ছড়িয়ে পড়ত প্রত্যেকের মুখে। প্রত্যেকের হৃদয়ে তিনি থেকে যাবেন। তবে ভবিষ্যতে শ্যুটিংয়ের সময় তাঁকে সবাই মিস করবেন বলেও নিজের ট্যুইটার হ্যান্ডেলে জানান রাজ কুমার গুপ্তা।


আরও পড়ুন : ক্ষমতা থাকলে রানু মণ্ডলের চুল ঠিক করে দেখান, কার্তিকের হেয়ার স্টাইলিস্টকে বললেন নেটািজেনরা
সব সময় হাসি মুখের জন্য পুষ্পা জোশিকে 'সোয়্যাগওয়ালি দাদি' বলেও সম্মোধন করতেন অনেকে।