নিজস্ব প্রতিবেদন: পুজো এসে গেছে। ইতিমধ্যেই দুর্গোৎসবে মেতে উঠেছেন কমবেশি সব বাঙালিই। বছরের এই সময়টা সব বাঙালিরই বছরের আর পাঁচটা দিনের থেকে অনেকটাই আলাদা কাটে। পুজো উপলক্ষে নিজের সমস্ত ভক্তদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ ভিডিয়ো পোস্ট করেছেন শ্রাবন্তী। তাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে'' পুজো এসে গেছে, সকলেই পুজোর সাজে সেজে উঠতে শুরু করেছেন। আমিও সেজেগুজেই বসে রয়েছি। তোমরাও পুজোর অনেক ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। আমিও দেখতে চাই সেগুলো। পুজোর গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া ষুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পুজোর অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পুজোই যেন খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতিই ভালোবাসা রইল।''


আরও পড়ুন-ফিল্ম রিভিউ: বলিউডের ছবির সঙ্গে টক্কর দেওয়ার সব রসদই রয়েছে 'পাসওয়ার্ড'এ



প্রসঙ্গত, রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এটাই শ্রাবন্তীর প্রথম দুর্গা পুজো।