নিজস্ব প্রতিবেদন : ঘটনাস্থল কাবুল (Kabul), আতঙ্কের মধ্যে হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়াচ্ছিলেন চিত্র পরিচালক সাহারা করিমি (Sahraa Karimi)কে। সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। নাহ, কোনও সিনেমার দৃশ্য নয়, এটাই এখন কাবুলের বাস্তবতা। আফগানিস্তানের (Afghanistan) রাজধানীর কাবুল এখন তালিবানদের (Taliban) দখলে। আর তারপর থেকে সেখানকার পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারই দৃশ্য উঠে এসেছে  চিত্র পরিচালক সাহারা করিমি (Sahraa Karimi)র ইনস্টাগ্রামে। নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহেই কাবুল শহরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল। আর এখন তাঁরা তাঁদের জীবনের জন্য পালিয়ে বেড়াচ্ছেন। দেখতে হৃদয়বিদারক কিন্তু বিশ্ব কিছুই করছে না," পরিচালক সাহারা করিমি (Sahraa Karimi)র ভিডিয়ো টুইটারে শেয়ার করে রবিবার এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সাংবাদিক মাসিহ আলিনেজাদ। 


আরও পড়ুন-ব্রালেট পরা ছবি ঘিরে ট্রোলিং, প্রাচীন ছবি পোস্ট করে মোক্ষম জবাব Kangana-র




এদিকে ইতিমধ্যেই কঠিন পরিস্থিতিতে তালিবানদের হাত থেকে প্রাণে বাঁচতে কাবুল(Kabul) বিমানবন্দরে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন।  দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। পার্শ্ববর্তী তাজাকিস্তানে তিনি আশ্রয় নিয়েছেন বলে খবর। প্রেসিডেন্টের প্রসাদের দখল নিয়েছে জেহাদিরা। তালিবান এক নেতা জানিয়েছেন, শীঘ্রই আফগানিস্তান(Afghanistan) ইসলামিক আমিরশাহি ঘোষণা করা হবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)