নিজস্ব প্রতিবেদন : সুশান্ত আত্মহত্যা করেছেন, তাঁকে খুন করা হয়নি। সাফ জানিয়ে দিল AIIMS। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এর চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে ফরেন্সিক দল অভিনেতার ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করে। তারপরই সুশান্তের মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যাকেই চিহ্নিত করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AIIMS-এর তরফে সুধীর গুপ্তা বলেন, ''সুশান্তের মৃত্যু আত্মহত্যা, খুনের তত্ত্ব এখানে কোনও ভাবেই খাটছে না।'' AIIMS-এর তরফে জানানো হয়েছেন, সুশান্তের সংরক্ষিত ভিসেরার মাত্র ২০ শতাংশ নমুনা নিয়ে তাঁরা পুনর্মূল্যায়ন করতে পেরেছেন। বাকি ৮০ শতাংশ মুম্বই পুলিস ব্যবহার করেছিল। পাশাপাশি AIIMS-এর ফরেনসিক টিম অভিনেতার একটি ল্যাপটপ, দুটি হার্ড ডিস্ক, একটি ক্যামেরা ও দুটি মোবাইল ফোনেরও পরীক্ষা করেছেন। 


আরও পড়ুন-করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, জানালেন কোয়েল



আরও পড়ুন-শাহরুখ খানের বিরুদ্ধে এবার মুখ খুললেন তাঁর সহ-অভিনেত্রী সায়নী গুপ্তা


সুশান্তের দেহে কোনও রকম আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক সুধীর গুপ্তা।



গত ২৯ সেপ্টেম্বর AIIMS-এর চিকিৎসকরা সুশান্ত সিং রাজপুতের ফরেন্সিক রিপোর্ট CBI-এর হাতে তুলে দেন। প্রসঙ্গত, এর আগে কুপার হাসপাতালে চিকিৎসকরাও সুশান্তের মৃত্যু আত্মহত্যা বলেই দাবি করেছিলেন।