নিজস্ব প্রতিবেদন: কখনও কানের রেড কার্পেট আবার কখনও প্যারিস ফ্যাশন উইক, তাঁর রূপে মুগ্ধ আট থেকে আশি। বয়স ৪০-এর কোটায় পৌঁছে গেলেও, তিনি যে বিশ্বের অন্যতম সেরা সুন্দরী, তা বেশ স্পষ্ট। বুঝতেই পারছেন, ঐশ্বর্য রাই বচ্চনের কথাই বলা হচ্ছে। যাঁর সৌন্দর্যে মাত দেশ, বিদেশের সিনেমাপ্রেমীরা। এবার রাই সুন্দরী কি করলেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​তমান্নাকে ২ কোটির হিরের আংটি উপহার জনপ্রিয় অভিনেতার পরিবারের
সম্প্রতি লাল শাড়ি পরে একটি ছবি শেয়ার করেন ঐশ্বর্য। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাই শেয়ার করেন সেই ছবি। যেখানে একটি বিজ্ঞাপনের মুখ হিসেবেই হাজির হয়েছেন তিনি। ওই বিজ্ঞাপনের ফটোশ্যুটে লাল শাড়ির সঙ্গে সোনালি রঙের ব্লাউজ পরতে দেখা যাচ্ছে রাইকে। একদম কম সাজে ঐশ্বর্য যথন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি প্রকাশ করেন, তা দেখে ঘুম উড়তে শুরু করে নেট জনতার। 
দেখুন সেই ছবি...


 



বর্তমানে মনি রত্নমের একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত বচ্চন বাড়ির বউমা। এই সিনেমায় ঐশ্বর্যের চরিত্রকে একেবারে অন্যরকমভাবে তুলে আনা হচ্ছে বলে খবর।