নিজস্ব প্রতিবেদন: দাদুর মৃত্যুর পরদিনই কেন পার্লারে যায় (Nysa Devgn) নাইশা দেবগণ? সেই প্রশ্ন তুলেই ট্রোল করা হয় অজয় দেবগণ-কাজলের (Kajol) মেয়ে নাইশাকে। দাদুর মৃত্যুর পরদিনই কীভাবে পার্লারে হাজির হন নাইশা, সেই প্রশ্ন করে নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন অজয়-কন্যা। বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুললেন বলিউড অভিনেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নান্দিশের সঙ্গে সম্পর্কের মাঝে আচমকাই গর্ভপাত, কান্নায় ভেঙে পড়েন রেশমি!
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে (Ajay Devgn) অজয় দেবগণ বলেন, তাঁর বাবার মৃত্যুর পর থেকেই নাইশা এক নাগাড়ে কাঁদতে শুরু করে। বার বার বুঝিয়েও কোনও কাজ হয়নি। নাইশার মুড ঠিক করতে তিনিই মেয়েকে পার্লারে পাঠান। পার্লারে গিয়ে, (Friend) বন্ধুদের সঙ্গে ঘুরলে, মুড ঠিক হবে। সেই কারণে জোর করেই তিনি মেয়েকে বাইরে পাঠান বলে জানান অজয়।


আরও পড়ুন : বলিউডে এক সময় 'রাশিয়ার যৌনকর্মী' বলে কটাক্ষ করা হত, বললেন কল্কি
পাশাপাশি তিনি আরও বলেন, নাইশা প্রথমে কোথাও যেতে চায়নি। কিন্তু তাঁর জোরাজুরিতে শেষ পর্যন্ত বাড়ির বাইরে বের হয়। কিন্তু পার্লারে ঢোকার সময়ই নাইশাকে ক্যামেরাবন্দি করা হয়। এরপরই শুরু হয় তাঁর বিরুদ্ধে জোর সমালোচনা। যা নিয়ে তাঁর মেয়ের মন আরও খারাপ হয়ে যায় বলে জানান অজয় দেবগণ।