নিজস্ব প্রতিবেদন: আলিয়া যে রণবীরের সঙ্গে সম্পর্কে রয়েছে একথা তো এখন পুরনো। বহুদিন হলে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন আলিয়া ও রণবীর। আলিয়াকে কাপুর পরিবারে বৌ করতে কবেই তৈরি রণবীরের পরিবার। পারলে এখনই তাঁকে ঘরে নিয়ে গিয়ে তোলেন রণবীরের মা নীতু সিং কাপুর। আর বাবা ঋষি কাপুর তো বলেই বসেছিলেন রণবীরের এবার বিয়ে করে নেওয়া উচিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু রণবীরের পরিবারই কেন, আলিয়ার বাবা মহেশ ভাটও মেয়ের এই সম্পর্কে একপ্রকার সম্মতি দিয়েই দিয়েছেন। মহেশ ভাট কিছুদিন আগে জানিয়েছিলেন '' আমি আমার ছেলেমেয়েদের ব্যক্তিত্বগত জীবন নিয়ে কখনও মাথা ঘামাতে চাই না। এটা এক্কেবারেই তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তাঁদের সম্পূর্ণ অধিকার আছে যে তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলবে নাকি চুপ থাকবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। আমি তাঁদের পছন্দকে সম্মান করি।''


আরও পড়ুন-মা হতে চলেছেন অনুষ্কা! জোর জল্পনা বি-টাউনে



আরও পড়ুন-মেয়ের সঙ্গে ৬৫ বছরের গায়কের সম্পর্ক! শুনে চমকে উঠলেন জসলিনের বাবা


এবার রণবীরের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। আলিয়া মাও মেয়ের পছন্দ নিয়ে ভীষণ সচেতন। 'হিন্দুস্থান টাইমস'কে এবিষয়ে সোনি রাজদান জানান, ''আমি এবিষয়টি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে চাই না। (হাসি) আসলে আমরা রণবীরকে ভীষণ ভালোভাবে চিনি। '' আর এর পরেই সোনি রাজদানকে রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু সিং এর কথা নিয়ে প্রশ্ন করা হয়। প্রসঙ্গত কিছুদিন আগেই ঋষি কাপুর প্রকাশ্যেই বলে বসেছিলেন, ''নীতু ওকে ভীষণ পছন্দ করে। আমিও করি রণবীরও করে। '' এই প্রসঙ্গে সোনি রাজদান বলেন, '' আসলে ঋষিজী একটু বেশি কথা বলেন, উনি অত মানে রেখে কথা বলেন না। আমরা প্রত্যেকেই প্রত্যেককে ভীষণ ভালোভাবে চিনি। আর নীতু রণবীরকে তো চিনিই। তবে হ্যাঁ রণবীর ভীষণই ভালো ছেলে। ''



আরও পড়ুন-অভিনয় ছেড়ে, এবার বাংলা গানের ব্যান্ড খুলছেন শুভশ্রী!


পাশাপাশি রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে সেবিষয়ে কখনও ভেবেছেন? এই প্রশ্নের উত্তরে সোনি রাজদান বলেন, কোথায় কী শোনা যাচ্ছে তাতে আমার কিছু যায় আসে না। আমার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। ওর জীবনে কী চলছে কী পরিস্থিতি এবিষয়ে আমি সরাসরি ওর সঙ্গেই কথা বলে নি।  প্রসঙ্গত, রণবীর ও আলিয়া এই মুহূর্তে 'ব্রহ্মস্ত্র' নামে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ২০১৯ এর ১৫ অগস্ত মুক্তি পাচ্ছে এই ছবি।