নিজস্ব প্রতিবেদন: গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমকটা ঘোষণা করে দিল আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)। বলিউডের দুই খান এবং 'খিলাড়ি'র বিগ বাজেট ছবি মুক্তির ঘোষণা করল OTT প্ল্যাটফর্মটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাদের প্ল্যাটফর্মে দেখানো হবে এমন কতগুলো আগামী সিরিজ এবং ছবির নাম ঘোষণা করেছে আমাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)। ২৮ এপ্রিল এই ঘোষণা করেছে OTT প্ল্যাটফর্মটি। সেখানে দেখা যাচ্ছে, সলমন খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের বড়বড় কয়েকটি ছবির নাম রয়েছে। 



তালিকায় রয়েছে- সলমনের 'টাইগার থ্রি' (Salman Khan's Tiger 3), শাহরুখের 'পাঠান' (Shah Rukh Khan's Pathaan), অক্ষয় কুমারের 'রামসেতু' এবং 'পৃথ্বীরাজ' (Akshay Kumar's Ram Setu and Prithviraj) ছবির নাম। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের যৌথ ছবি 'জি লে যারা' (Jee Le Zara) নামও সেই তালিকায় রয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)