তাঁর হাতে হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প লাগানো হয়নি, বিভ্রান্তির ব্যাখ্যা দিলেন অমিতাভ
তাঁর হাত বলে যে বিভ্রান্তি ছড়িয়েছে তারই জবাব দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
নিজস্ব প্রতিবেদন : কোয়ারেন্টাইনের স্ট্য়াম্প লাগিনো একটি হাতের ছবি দিয়ে কয়েকদিন আগে অমিতাভ বচ্চন যে টুইটটি করেছিলেন সেটা তাঁর হাত নয়। এই হাতটি তাঁর হাত বলে যে বিভ্রান্তি ছড়িয়েছে তারই জবাব দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
কয়েকদিন আগে আমিতাভ বচ্চন (Amitabh Bachchan), একটি কোয়ারেন্টাইনের স্ট্য়াম্প লাগানো হাতের ছবি দিয়ে টুইট করেন। তাতে লেখেন, ''মহারাষ্ট্র সরকার মুম্বইয়ে হাতের ভোটের কালি লাগিয়ে স্টাম্প লাগানো শুরু করেছে। সতর্ক থাকুন, সাবধানে থাকুন। যদি আক্রন্ত হন তাহলে নিজেই সকলের থেকে আলাদা হয়ে যান।''
আরও পড়ুন-হাতে কোয়ারেন্টাইন স্ট্যাম্প দিচ্ছে মহারাষ্ট্র সরকার, সতর্ক করলেন অমিতাভ বচ্চন
বিগ বি-র করা এই টুইট থেকেই বিভ্রান্তি ছড়ায় যে, এটা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) হাত। তাঁর হাতে স্ট্য়াম্প লাগানো হয়েছে। এরপর ছড়িয়ে পড়া এই বিভ্রান্তির ব্যাখ্যা দিয়ে নিজের ব্লগে অমিতাভ বচ্চন লেখেন, ''কালি লাগানো যে হাতের ছবিটা আমি টুইট করেছিলাম, সেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। যেখান থেকে ভুল খবর ছড়িয়ে পড়ে। আমি ঠিক আছি কিনা অনেকেই খবর নেওয়া শুরু করেন''।
আরও পড়ুন-ভিডিয়ো কলে সাবধানে থাকার কথা সৃজিতকে ভালো করে বুঝিয়েছে মেয়ে আইরা : মিথিলা
অমিতাভ বচ্চন আরও লেখেন, ''আমি ঠিক আছি, সুস্থ আছি। এই হাতটা অন্য কারোর হাত। আমি শুধু এটুকুই বোঝানোর চেষ্টা করছিলাম, এই প্রক্রিয়া শুরু হয়েছে। তাই সাবধানে থাকুন।''
বৃহস্পতিবার, আরও একটি ভিডিয়ো টুইট করেন অমিতাভ বচ্চন, যেখনে লিফটে সরাসরি হাত না দিয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা উঠে এসেছে।
করোনা সংক্রমণ নিয়ে বারবারই সকলকে সতর্ক করে বিভিন্ন টুইট করতে দেখা যাচ্ছে বিগ বি-কে। রবিবার যে জনতা কার্ফু জারি করার কথা ঘোষণা হয়েছে, সেবিষয়েও সকলকে অবগত করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।