নিজস্ব প্রতিবেদন: বিবাহ-বিচ্ছেদের পথে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। দীর্ঘ ৪ বছর বিবাহিত জীবনের পর তাঁরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় লেখেন অনন্যার স্বামী রাজ বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকালে রাজ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, '' নতুন বছর, নতুন জীবন, অসফল সম্পর্কের শেষ। সব পরিণয় আনন্দ ও সুখের হয় না। যেটাই তুমি ভালোবাসো না কেন, তার একটা শেষ আছেই।''


আরও পড়ুন-জোনাস ব্রাদার্স'-এর কনসার্টে 'চিয়ার লিডার'-এর ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া!


রাজ আরও লেখেন, ''আমি এবং আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধুমাত্র আইনি প্রক্রিয়া বাকি রয়েছে। আমাদের বিয়েটা ৪ বছরের আর সম্পর্কটা আরও ৪ বছরের পুরনো। সবমিলিয়ে ৮ বছরের সম্পর্ক। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার মতো একজন ছাপোষা মানুষ ওর (অনন্যা চট্টোপাধ্যায়) মতো একজন প্রতিভাবান মানুষের সঙ্গে কাটাতে পেরে। তবে জীবনে এগিয়ে যেতেই হয়। আশা করবো ও জীবনে যা কিছু চাইবে তাতে ও সফল হবে। ''



তবে অবশ্য অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় তাঁর বিবাহ-বিচ্ছেদের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, 'আবহমান' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান অভিনেত্রী। 'ইতি মৃণালিনী', 'তিন কন্যা', 'মেঘে ঢাকা তারা' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন অনন্যা।


আরও পড়ুন-কাশ্মীর নিয়ে মন্তব্য, পাক গায়ক আতিফের বিরুদ্ধে ফুঁসছেন নেটিজেনরা