কাশ্মীর নিয়ে মন্তব্য, পাক গায়ক আতিফের বিরুদ্ধে ফুঁসছেন নেটিজেনরা
তাঁর দাবি, কাশ্মিরীদের উপর অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে ভারত সরকার। এবার ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন পাক গায়ক আতিফ আসলাম। তাঁর দাবি, কাশ্মিরীদের উপর অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে।
নিজের টুইটার হ্যান্ডেলে আতিফ লিখেছেন, '' সকলের সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাইছি। ইনশাআল্লাহ, আমি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাত্রার জন্য বের হচ্ছি। হজযাত্রার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমি আমার ভক্ত, পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাইছি। যদি আমি কারোর ভাবাবেগে আঘাত করে থাকি, তাহলেও ক্ষমা চেয়ে নিতে চাই। পাশাপাশি কাশ্মিরীদের উপর যে অত্যাচার ও স্বৈরশাসন চালানো হচ্ছে তার আমি তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরাপরাধ কাশ্মীরিদের মঙ্গল করুন।''
তবে এই মন্তব্যের জন্য আতিফকে একহাত নিয়েছেন ভারতীয় নেটিজেনরা। কাশ্মীরকে নিয়ে ভারত সরকারের এই সিদ্ধান্ত আতিফকে নেতিবাচক দৃষ্টিভঙ্গীতে নেওয়ার পরমর্শ দিয়েছেন তাঁরই এক ভক্ত। পাক গায়কের উদ্দেশে তিনি লিখেছেন, ''দয়া করে কোনও অপপ্রচারে কান দেবেন না। কাশ্মিরীদের সুন্দর ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা ভারতীয়। ওরা আমাদের। ওদের সুরিক্ষিত রাখা হয়েছে। এবার তাঁদের কাশ্মীরকে হারানোর ভয়ে কাঁদতে দিন যাঁরা শুধুই কাশ্মীরের ভূখণ্ড ও সম্পদ হাতানোর ফন্দি করছিল। কাশ্মীরিদের জন্য তাঁদের কোনও চিন্তা নেই। ''
To add a political statement when you are going for such a spiritual journey is extremely sad. Assume you will find it difficult to sing for Indian films for a long time now. #kashmir #article370 #india. #atifaslam. pic.twitter.com/J8zgBbkKgR
— Tarun Shukla (@shukla_tarun) August 6, 2019
i disagree with ur tweet about kashmiris....for the first time....modi did the best for kashmiris....i am ur fan man...pls don't get into politics..pls
— Rahul Jha (@RahulJh04224711) August 6, 2019
And there are still a bunch of idiots who insist on making him sing for their projects !!
— Vishal Malhotra (@Vishhman) August 6, 2019
প্রসঙ্গত, পাকিস্তানের গায়ক হওয়া সত্ত্বেও বলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন আতিফ আসলাম। বলিউডে 'জহের' ছবিতে প্রথম গান গেয়েছিলেন আতিফ। তারপর একের পর এক ছবিতে গান গেয়েছেন এই পাক গায়ক। সলমন খানের একাধিক ছবিতেও গান গাওয়ার জন্য এই আতিফ আসলামকে বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি 'বাগী-২' ছবিতেও গান গেয়েছেন এই গায়ক। তবে শুধু আতিফই নন, জম্মু-কশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন পাক অভিনেত্রী মাহিরা খানও। তাঁর কথায়, নিরাপরাধদের উপর অত্যাচার করা হচ্ছে, ভূস্বর্গে আগুন জ্বলছে।
Have we conveniently blocked what we don’t want to address? This is beyond lines drawn on sand, it’s about innocent lives being lost! Heaven is burning and we silently weep. #Istandwithkashmir #kashmirbleeds
— Mahira Khan (@TheMahiraKhan) August 5, 2019
তবে শুধু আতিফ ও মাহিরাই নয়, এবিষয়টি নিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন পাকিস্তানের বেশকিছু অভিনেতা ও গায়ক।