জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ৪৮ বছরে পা দিলেন বাংলার অন্যতম সেরা অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়(Ananya Chatterjee)। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী নিজেকে লাইম লাইটের থেকে দূরেই রাখেন তবে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, অভিনয়ের পাশাপাশি চুটিয়ে ঘুরতে ভালোবাসেন অনন্যা চট্টোপাধ্যায়। খুব বেছে বেছে ছবি করায় অবশ্য তাঁর ফ্যানেদের অল্প হলেও অভিযোগ আছে, তবে তিনি যখন যখন ক্যামেরার সামনে দাঁড়ান, অনুরাগীদের সেই অভিযোগ মিটিয়ে দেন, এমনই তাঁর অভিনয় দক্ষতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dev: আচমকা দেউচা পাঁচামি পরিদর্শনে দেব, কিন্তু কেন?


মঙ্গলবার জন্মদিনেই অনুরাগীদের তাঁর একটি ডকু ফিকশন ‘লাইট ক্যামেরা মেগা’ উপহার দিলেন অনন্যা। অভিনেত্রী জানান, নিউকামারদের স্ট্রাগল, পাওয়া, না-পাওয়া, হতাশাই তুলে ধরা হয়েছে এই ডকু ফিকশনে। যেখানে নিউকামারদের বাস্তবের গল্পের সঙ্গে জোড়া হয়েছে একটি গল্প। সেই গল্পে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়। জন্মদিনে অভিনেত্রীর একটাই প্রার্থনা যা তিনি প্রতিবছরই চেয়ে থাকেন। ‘আরও কিছু ভালো বই পড়তে পারি, ভালো ভালো জায়গা ঘুরতে পারি আর আরও ভালো কিছু কাজ করতে পারি’ জন্মদিনে এটুকুই চাইলেন অনন্যা।


আরও পড়ুন- Rupam Islam: ‘আর গান গাইব না...এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়’, ক্ষোভ রূপমের...


নিউকামারদের স্ট্রাগল নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘পাওয়া না পাওয়াকে গুরুত্ব দিইনা। আমার জীবনে অত টেনশন নেই। জীবনে ভালো খারাপ সবই আছে। আমার কাজ, পরিজন আমাকে অনেক উৎকৃষ্ট করেছে। সাফল্য আর ব্যর্থতা একে অপরের পরিপূরক। কোনটা নিয়েই মাথা ঘামাই না। খুব সফল হয়ে কাউকে চিনতে পারছি না, সেরকমও আমি নই আবার ব্যর্থ হয়ে বেঁচে থাকার মানে খুঁজে পাচ্ছি না সেরকমও নয়। বেঁচে থাকার অনেক কিছু আছে জীবনে। পৃথিবীটা অনেক সুন্দর। আমি চেষ্টা করব, যাতে ভালো ভালো রোল পাই, ভালো কাজ করি তবে না পেলে যে জীবন শেষ হয়ে গেল এমনটা নয়’।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)