Rupam Islam: ‘আর গান গাইব না...এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়’, ক্ষোভ রূপমের...

Rupam Islam: বাংলা ব্যান্ডজগতের অন্যতম জনপ্রিয় নাম রূপম ইসলাম(Rupam Islam)। রূপম ও তাঁর ব্যান্ড ফসিলস(Fossils) বিগত বেশ কয়েকদিন ধরেই টানা শো করছেন বাংলার বিভিন্ন জায়গায়। এরই মাঝে কল্যানীতে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। তার জেরেই তুমুল সমালোচনার মুখে পড়েন রূপম। এবার মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করলেন রকস্টার।

Updated By: Jan 16, 2024, 08:55 PM IST
Rupam Islam: ‘আর গান গাইব না...এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়’, ক্ষোভ রূপমের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলামকে(Rupam Islam) নিয়ে চর্চা তুঙ্গে। সম্প্রতি কল্যানীতে এক ফ্যানকে গালিগালাজ করায় তাঁকে নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কেউ কেউ তাঁর ভাষা চয়ন নিয়ে প্রশ্ন করেছেন, তবে অধিকাংশ নেটিজেনই ওই চর্চিত ভিডিয়ো দেখে কার্যত ওই ফ্যানের উপরেই বিরক্ত। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হলেও তিনি স্বভাবতই মুখ খুললেন মঞ্চেই। কল্যানীর পরেরদিনই রাণাঘাটের মঞ্চ থেকে জবাব দিলেন রূপম।

আরও পড়ুন- Dev: আচমকা দেউচা পাঁচামি পরিদর্শনে দেব, কিন্তু কেন?

রাণাঘাটের শো থেকে হঠাৎই লাইভে আসেন রূপম ইসলাম। সেই ভিডিয়োতে দেখা যায় মঞ্চে রকস্টার বলছেন, ‘আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ঠ সমাজ, আপনারা এরকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। নিজেকে এভাবে মেলাতে পারব না। এই শিষ্ঠামিতে আমি নেই। আপনারা অন্য কাউকে বেছে নিন। যেকটা অনুষ্ঠান চলবার আমি করব। তারপর আর গান গাইব না।’

রূপমের কথাতেই উঠে আসছিল তাঁর ক্ষোভের কথা। রূপম বললেন, ‘আমার আর নতুন করে কিছু দেওয়ার নেই আপনাদের। এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়’। রূপমের দাবি তিনি এই জগতে বেমানান। কারণ তিনি সত্যি কথাটা মুখের উপরেই বলতে ভালোবাসেন। তবে আর মঞ্চে নয়, এবার বৈঠকখানায় বসেই বলবেন। সংগীতশিল্পী বলেন, ‘আশা করি সেখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। যে কটা অনুষ্ঠান ঘোষণা করা আছে অবশ্যই করব। তারপর আর করব না।’

আরও পড়ুন- Apu Biswas as Sheikh Hasina: শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস, নায়িকার পারিশ্রমিক শুনে অবাক পরিচালক!

রূপম মঞ্চে বলেন, বাবার কথায় রেগে নাকি টিভিই ভেঙে দিয়েছিলেন তিনি। কারণ  তাঁর বাবা বলেছিলন ‘তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে কেন এসব ছাইপাশ করতে গেলি’। রকস্টার বলেন, ‘আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমিই সেই লোক… বাংলা রকের একটা ছোট প্রস্তাবনা দিলাম। ভেবো না আজকের বা কালকের ব্যাপার নিয়ে কিছু বললাম। ওসব কে বলে। যত তাত্ত্বিক লোক বলেছিল তাঁদের আমি ভুল প্রমাণ করেছি। হ্যাঁ লোকটা অহংকারী, হ্যাঁ লোকটা অসভ্য জানোয়ার। কিন্তু আমি আমিই।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.