নিজস্ব প্রতিবেদন : স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে পা রাখা। আর ''কলেজ মানেই প্রেম, আর প্রেম মানেই মহা গ্যাঁড়াকল!'' এবার দুষ্টু-মিষ্টি কলেজ প্রেমের গল্প নিয়ে দর্শক দরবারে হাজির হতে চলেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। ছবির নাম 'প্রেম টেম'। বুধবার ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্রেলারে উঠে এল পাবলোস আরশি আর রাজি-র গল্প। ''এমনিতে আরশি ভারী মিষ্টি মেয়ে।'' নোটের আদানপ্রদান করতে গিয়ে ফাঁকা ক্লাসরুমে কাছাকাছি আসতে চায় দুটি ঠোঁট। যা চোখে পড়ে যায় কলেজের সিনিয়ারদের। ব্যাস, চুম খাওয়া তো হলই না, উলটে মহা ফাঁপড়ে পড়ে যায় 'পাবলো' আর 'আরশি'। প্রিন্সিপালের ধমক খেয়ে আরশি ভ্যাঁ করে কেঁদে ফেলে। তারই মাঝে এন্ট্রি হয় রাজি-র। সে কিন্তু আবার আরশির মত মিষ্টি আর লাজুক নয়। অল্পস্বল্প 'টমবয়' স্বভাবের। তবে রাজির কথায়, ''দুনিয়ায় সবথেকে পাওয়ারফুল খিস্তি ভালবাসা'' তবে পাবলো-রাজির ভালোবাসার মধ্যেও এন্ট্রি নেয় আরেকজন, নাম খগেন। না, তৃতীয় পুরুষ নয়, এটা রাজির পোষ্য। পাবলো-রাজির প্রেমটা যখন গদগদ, ঠিক তখন আবারও ফিরে এল আরশি। কিন্তু তারপর? রাজি নাকি আরশি কাকে বেছে নেবে পাবলো?


আরও পড়ুন-সদ্যোজাতকে বুকে নিয়ে শুয়ে আছেন, ৩য় সন্তানের ছবি পোস্ট করে Karanvir Bohra লিখলেন...



ছবি ট্রেলার থেকে নেওয়া



ছবি ট্রেলার থেকে নেওয়া


ত্রিকোণ প্রেমের গল্পকেই নতুন মোড়কে সামনে এনেছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। সৌজন্যে 'প্রেম টেম'। বাকি গল্পটা ছবি মুক্তির পর জানা যাবে, আপাতত ট্রেলারে চোখ রাখা যাক...


আরও পড়ুন-ফের মানবিক সাংসদ-অভিনেত্রী, প্রতিবন্ধী যুবককে সাহায্যের আশ্বাস দিলেন Mimi Chakraborty



আরও পড়ুন-যেন কিছুই বদলায় নি, ১৮ বছর আগের মতোই Saathiya স্টাইলে বাইক নিয়ে বেরিয়ে পড়লেন Vivek Oberoi


SVF-এর প্রযোজনায় তৈরি 'প্রেম টেম' ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে সৌম্য, সুস্মিতা ও শ্বেতাকে। ছবিটি মুক্তি পাবে নতুন বছরে (2021)র ফেব্রুয়ারিতে। এর আগে  'ওপেন টি বায়োস্কোপ' কিংবা 'প্রজাপতি বিস্কুট' এর মত ছবি উপহার দিয়েছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। আর তাই তাঁর ছবি 'প্রেম টেম' নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদা উৎসাহ তো থাকবেই। ছবিতে উপরি পাওয়া শান্তনু (Shantanu Moitra) মৈত্র, অনুপম রায় (Anupam Roy), প্রসেন (Prasen) ও শিবব্রত বিশ্বাসের (Shibabrata Biswas) সুরে বেশ কয়েকটি গান।