নিজস্ব প্রতিবেদন : পরনে শাড়ি, সিঁথিতে চওড়া সিঁদুর, নাকে নথ, সাধারণত টেলি পর্দায় তাঁকে আমরা এভাবে দেখতেই অভ্যস্ত। তবে নাহ, এবার তিনি একেবারে অন্যবেশে। সুইম স্যুটে জলকেলিতে মজলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বিশ্বাস না হলেও কথাটা একেবারেই সত্য়ি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শরীরচর্চা করে সম্প্রতি ওজন একেবারেই ঝরিয়ে ফেলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাই একটু অন্যরকম লুকে ধরা দেবেন না তা কি হয়? এবার সুইমস্যুটে জলকেলিতে মজলেন অভিনেত্রী। সুইম স্যুটে নিজের লেন্সবন্দি ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। 


আরও পড়ুন-Victoria Memorial-র নাম বদলে 'না' শীর্ষেন্দু-পবিত্রর, সমর্থনে রুদ্রনীল



সাম্প্রতিক কালে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)কে অবশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকতেই দেখা যায়। সম্প্রতি, মন্দরমণি বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সমুদ্র সৈকতের নানান ছবি ও ভিডিয়ো পোস্ট করতেও দেখা গিয়েছে অপরাজিতাকে।


আরও পড়ুন-''তুমি আমারই অংশ'' ভাই Sushant-র জন্মদিনে চোখে জল Shweta-র






সম্প্রতি, মৈনাক ভৌমিকের 'চিনি' ছবিতে অভিনেত্রী মধুমিতা সরকারের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে অপরাজিতাকে। ছবিতে অপরাজিতা, মধুমিতা ছাড়াও দেখা গিয়েছে সৌরভ দাসকে। চিনি ছবির শুটিংয়ের আগে আগেই কসরত করে ওজন ঝরিয়ে ফেলেন অভিনেত্রী।


আরও পড়ুুন-''বেঁচে থাকা দুষ্কর করে দেব'', টুইটার অ্যাকাউন্টে লাগাম পরানোর পর হুমকি Kangana-র