৫০ বছর বয়সী বিধবা মায়ের হঠাৎই টিনএজারদের মত আচরণ! কী করবে `চিনি`?
মা ও মেয়ের গল্প নিয়েই তৈরি পরিচালক মৈনাক ভৌমিকের ছবি `চিনি`। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
নিজস্ব প্রতিবেদন : টিভিতে শার্টখোলা টাইগার শ্রফকে দেখে আজকাল 'Hot' মনে হয় চিনির মায়ের। ৫০ বছর বয়সী বিধবা সরোজিনি বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ এখন টিনেজারদের মত। ছেঁড়া জিন্স পরতে চান তিনি। প্রতিবেশীদের অভিযোগ চিনির মা নাকি উপর তলায় ঘুঙুর পরে নাচেন। বাড়িতে মদ্যপান করেন। ছোটবেলায় আর পাঁচজন ছাপোষা বাঙালি মায়ের মতই মাকে সন্তোষীমায়ের পুজো করতে দেখেছে চিনি। ঠাকুর ঘরে বসে খেলে চিনিকে মায়ের হাতে মার খেতে হত। তবে আচমকাই বদলে গিয়েছে তাঁর মা। এমনই মা ও মেয়ের গল্প নিয়েই তৈরি পরিচালক মৈনাক ভৌমিকের ছবি 'চিনি'। শুক্রবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
'চিনি'র ট্রেলারে দেখা গিয়েছে একটা ঘটনা মা ও মেয়ের দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। আবার এখানে উঠে এসেছে গার্হস্থ্য হিংসার প্রসঙ্গও। ট্রেলারের শেষে 'চিনি' অর্থাৎ অভিনেত্রী মধুমিতা সরকার-কে বলতে শোনা গেল ''এটা কোনো রমকম নয়, থ্রিলার নয়, ফ্যামিলি মেলোড্রামাও নয়। এটা একটা হরর গল্প। ঈশান আমি আর আমার মা।''
আরও পড়ুন-দিব্যাকে তাঁর স্বামী কীভাবে অত্যাচার করত,প্রয়াত অভিনেত্রীর 'ভয়েস কল' প্রকাশ দেবলীনার
এর আগে 'চিনি'র পোস্টারে একই সোফায় মা ও মেয়েকে একে অপরের বিপরীত দিকে মুখ করে বসে থাকতে গিয়েছিল।
আরও পড়ুন-দিদির গায়ে হলুদের অনুষ্ঠানে ফুলের সাজে সাজলেন 'কৃষ্ণকলি' তিয়াসা
চিনি প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী অপরাজিতা আঢ্য বলেছিলেন, ''ছবিটা একটা মা ও মেয়ের গল্প। যেখানে মেয়ে চিনির মনে হবে তাঁর মা তাঁকে একেবারেই বুঝতে চাইছেন না। চিনি তাই তাঁর মায়ের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করে। যদিও তাঁর মায়ের তাতে আপত্তি নেই। চিনির মাও তাঁর জীবনটা একরকম ভাবে সাজিয়েছে, সেটা হয়তবা তাঁর মেয়ের চোখে ভুল। দুজনের জীবনই দুভাবে চলে, তবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দুজন দুজনের কাছে আসে। চিনি উপলব্ধি করে মা আসলে মা-ই হয়। মায়ের মত করে পৃথিবীতে আর কেউ বোঝে না। তবে সেটা কীভাবে তা জানতে গেলে কিন্তু সিনেমাটা দেখতে হবে।''
'চিনি' পরিচালনার পাশাপাশি গল্পও লিখেছেন মৈনাক ভৌমিক। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন প্রসেন এবং অমিত-ঈশান। সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন প্রসেনজিত চৌধুরী। বড়দিনে 'হইচই' তে মুক্তি পাচ্ছে মা-মেয়ের গল্প 'চিনি'।