অর্জুনের `ড্যাডি` আসছে
এই বছরটা অর্জুন রামপালের বেশ ভালোই যাচ্ছে। রক অন টু, কাহানি টু -র পর তাঁর আগামী ছবি ড্যাডি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে টিজার ট্রেলার।
ওয়েব ডেস্ক: এই বছরটা অর্জুন রামপালের বেশ ভালোই যাচ্ছে। রক অন টু, কাহানি টু -র পর তাঁর আগামী ছবি ড্যাডি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে টিজার ট্রেলার।
অরুণ গাউলি। যিনি ড্যাডি নামেই জনপ্রিয়। মুম্বইয়ের একসময়ের গ্যাংস্টার, পরবর্তীকালে রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁরই বায়োপিকে অর্জুন রামপাল। শুধুমাত্র এক ডনের জীবনী নিয়েই এ ছবি নয়। কীভাবে একজন মানুষ নিজের জীবনের গিয়ার চেঞ্জ করেছেন এ তারই গল্প। এমনটাই মনে করেন অর্জুন অর্থাত্ অরুণ গাউলি।
আরও পড়ুন- একই শো'তে পাশাপাশি কাপুর অ্যান্ড সিং, কথা হল দীপিকা আর পর্ন সিনেমা নিয়ে!
টিজারের শুরুতেই অরুণ গাউলির সাক্ষাত্কার নিচ্ছে পুলিস। পোক্ত রাজনীতিবীদের মত সাদা শার্ট-প্যান্টে আর মাথায় গান্ধী টুপিতে অর্জুন রামপাল। ছবির শুটিংয়ের আগে বেশ ভাল করে রিসার্চ করতে হয়েছে। দু ঘন্টায় গাউলির জীবন দেখানো অসম্ভব। পরিচালক অসীম আলুওয়ালিয়ার ড্যাডি মুক্তি পাবে আগামী বছরে।