Ekta Kapoor : ওয়ারেন্ট জারি, গ্রেফতার হতে পারেন একতা কাপুর!
সেনা জওয়ান এবং তাঁদের স্ত্রীদের অসম্মানের অভিযোগ, একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। বিহারের বেগুসরাই আদালতের তরফে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রযোজনা সংস্থা অল্ট বালাজির ব্যানারে তৈরি ওয়েব সিরিজ `XXX আনসেন্সার্ড`-এর কারণে এই সমস্যায় পরেছেন একতা। বুধবার-ই একতা এবং শোভার বিরুদ্ধে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়।
Ekta Kapoor, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সেনা জওয়ান এবং তাঁদের স্ত্রীদের অসম্মানের অভিযোগ, একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। বিহারের বেগুসরাই আদালতের তরফে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রযোজনা সংস্থা অল্ট বালাজির ব্যানারে তৈরি ওয়েব সিরিজ 'XXX আনসেন্সার্ড'-এর কারণে এই সমস্যায় পরেছেন একতা। বুধবার-ই একতা এবং শোভার বিরুদ্ধে এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়।
মামলাটি যদিও দু'বছর আগের। ২০২০ সালের জুন মাসে সেনা আধিকারিক শম্ভু কুমার একটি মামলা দায়ের করেন। যেখানে অভিযোগ করা হয় 'XXX আনসেন্সার্ড' ওয়েব সিরিজে সেনা আধিকারিকদের স্ত্রীদের যে দৃশ্যে দেখানো হয়েছে, তা তাঁদের পক্ষে অসম্মানজনক। অভিযোগ, ওয়েব সিরিজে দেখানো হয়েছে, সেনা আধিকারিকরা যখন দেশের জন্য নিজেদের কর্তব্যপালনের স্বার্থে বাড়িতে থাকেন না, তখন তাঁদের স্ত্রীরা অন্যপুরুষের সঙ্গে সম্পর্কে জড়ান, শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। যেটা সেনা আধিকারিকদের স্ত্রীদের জন্য অসম্মানজনক। 'XXX আনসেন্সার্ড' ওয়েব সিরিজের প্রথম সিজনটি ২০১৮ সালে সম্প্রচারিত হয়েছিল। আর দ্বিতীয় সিজনটির সম্প্রচার শুরু হয় ২০২০ জানুয়ারি মাসে। গত বুধবার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক সেনা আধিকারিক শম্ভু কুমারের দায়ের করা মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই বিচারক বিকাশ কুমার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেন। এবিষয়ে আইনজীবী হৃষিকেশ পাঠক জানান, একতা এবং শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কারণ, তাঁরাই এই ওটিটি প্লার্টফর্ম অল্ট বালাজির মালিক।
আরও পড়ুন-ঘৃণার বদলে ভালোবাসা, ফাল্গুনীকে 'কিংবদন্তি' তকমা নেহার!
আইনজীবী হৃষিেকেশ পাঠক আরও জানান, সেনা আধিকারির শম্ভু কুমারের দায়ের করা মামলার ভিত্তিতে ২০২১ সালেই একতা এবং শোভা কাপুরের কাছে সমন পাঠানো হয়েছিল। সেই সমন তাঁরা গ্রহণও করেন। এমনকি ওয়েব সিরিজ থেকে আপত্তিজনক দৃশ্যটি ছেঁটে ফেলা হয় বলেও জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে একতা কাপুর প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন। তবে সমন জারি করার পরও তাঁরা আদালতে হাজিরা দেননি। আর সেকারণেই তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।