নিজস্ব প্রতিবেদন : স্ত্রী ভারতীর আত্মহত্যার পর এবার গ্রেফতার করা হল 'বাহুবলি' অভিনেতা মধু প্রকাশকে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এর বি ধারায় মধু প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যাচ্ছে, ভারতীয় বাবা মধু প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ভারতীকে নাকি পণের জন্য চাপ দিতেন মধু। পণের টাকা আনতে না পারলেই তাঁর উপর মারধরও করা হতো বলে অভিযোগ করেন মৃতার বাবা। পণের জন্য চাপ এবং শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরেই ভারতী শেষ পর্যন্ত আত্মহত্যা করেন বলে অভিযোগ তাঁর বাবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়ার আগেই অন্তঃসত্ত্বা, খুশিতে ডগমগ বলিউড অভিনেত্রী
মঙ্গলবার বিকেলে নিজের বাড়িতে আত্মহত্যা করেন দক্ষিণী অভিনেতা মধু প্রকাশের স্ত্রী ভারতী। স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন অভিনেতা। কিন্তু শেষরক্ষা হয়নি। 
ভারতীর মৃত্যুর পর জানা যায়, এক দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান মধু প্রকাশ। স্ত্রীর নিষেধ সত্ত্বেও তিনি, বিবাহ বহির্ভূত সম্পর্কের জাল কেটে বারিয়ে আসতে পারেননি। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শেষ পর্যন্ত ভারতী নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন বলে খবর।