নিজস্ব প্রতিবেদন: নিজের গ্রামেই বাইক দুর্ঘটনায় আহত 'বচপন কা পেয়ার'(Bachpan Ka Pyar) খ্যাত সহদেব দিরদো (Sahdev Dirdo)। মঙ্গলবার নিজের গ্রামেই বাইক দুর্ঘটনার সম্মুখীন হয় ১০ বছর বয়সী ছত্তিশগড়ের এই ইন্টারনেট স্টার। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে পাঠানো হয়েছে জগদলপুরের মেডিক্যাল কলেজে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অগাস্ট মাসে সোশ্যাল মিডিয়ায় লগ ইন করলেই ভেসে উঠছিল ছত্তিশগড়ের ১০ বছর বয়সী একটি বাচ্চার ভিডিও। তাঁর গলায় বচপন কা পেয়ার গানটি তখন সোশ্য়াল মিডিয়ার গন্ডি ছেড়ে লোকের মুখে মুখে ঘুরছে। অনলাইন অফলাইন ভাইরাল (Viral) এই গানের কান্ডারী ছিল সহদেব দিরদো। সেসময় জনপ্রিয়তায় বলিউডের স্টারকেও হার মানিয়েছে এই খুদে। মঙ্গলবার বাবার সঙ্গে যাচ্ছিল সহদেব। রাস্তাতেই ঘটে দুর্ঘটনা। বাইক দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে সহদেবের। 


দুর্ঘটনায় ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায় সহদেব। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে পাঠানো হয় জগদল মেডিক্যাল কলেজে। সেখানেই ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ব়্যাপার বাদশার সঙ্গে 'বচপন কা পেয়ার' গানের একটি ভিডিও বানিয়েছিল সহদেব। বাদশা ও সহদেবের জুটিকে ভালোবেসেছিল দর্শক শ্রোতারা। 


আরও পড়ুন: Rajesh Khanna Biopic: রাজেশ খান্নার বায়োপিক, পরিচালক ফারহা, সুপারস্টারের চরিত্রে কে?


সহদেবের দুর্ঘটনার কথা জেনেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বাদশা (Badshah)। সহদেবের চিকিৎসায় সবরকমের সাহায্য করবেন তিনি। টুইট করে বাদশা জানিয়েছেন, অজ্ঞান অবস্থাতেই সহদেবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আছেন সহদেবের পাশে। সবাইকে সহদেবের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেছেন বাদশা। 



Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)