নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে বাংলাদেশের গায়ক নোবেল। তাঁর এই কার্যকলাপের জন্য এবার বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন' (RAB)-এর জেরার মুখে পড়তে হল গায়ক মইনুল হাসান নোবেলকে। নিজের আসন্ন গান 'তামাশা'র প্রচারের জন্যই এমন পোস্ট করেছেন বলে জেরার মুখে জানিয়েছেন নোবেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে RAB-এর জেরার পর বাড়ি ফিরে তড়িঘড়ি একটি ভিডিয়ো বার্তায় ক্ষমাও চেয়ে নেন নোবেল। বলেন, ''আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার ওপরে ক্ষিপ্ত অবস্থায় আছেন। সে জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত। ব্য়ক্তিগতভাবে আক্রমণ করার উদ্দেশ্য আমার ছিল না। আমি যা করেছি তা গানের প্রমোশনের জন্যই ...''যদিও তাঁর ক্ষমা চাওয়ার ভঙ্গিও পছন্দ হয়নি বহু নেটিজেনের।


আরও পড়ুন-বিশেষ ভিডিয়ো পোস্ট করে ইদের শুভেচ্ছা জানালেন নুসরত জাহান



আরও পড়ুন-মাস্ক না পরার অভিযোগে অভিনেতা, কৌতুকশিল্পী বীর দাসের উপর হেঁচে দিলেন প্রতিবেশী


গত শনিবারই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'চাওয়ালা' বলে সম্বোধন করে কিছু করুচিকর কথা লেখেন বাংলাদেশের গায়ক নোবেল। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তাঁর এই পোস্টের পরেই শুধু ভারতীয়দেরই নয়, বাংলাদেশেরও কিছু নেটিজেনের সমালোচনার মুখে পড়তে হয় নোবেলকে। পুরো বিষয়টি নজরে আসতে তাঁকে ডেকে পাঠায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী RAB। বিতর্কের মুখে নিজের পোস্ট ডিলিট করেও দেন বাংলাদেশের এই গায়ক।


তবে এই প্রথম নয় এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের এই গায়ক। বেশকিছুদিন আগে ইউটিউবার তাহসিন এন রাকিবের সঙ্গেও বিস্তর কথা বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন নোবেল। সেসময়ও বেশকিছু অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল নোবেলের বিরুদ্ধে। শুধু তাই নয় গত বছর একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে বসে নোবেল মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার বাংলা' গানটির তুলনায় নাকি প্রিন্স মাহমুদের গান 'সোনার বাংলা' অনেক বেশী করে তাঁর দেশকে চেনায়। তাঁর সেই মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল।


আরও পড়ুন-মুম্বইয়ের পালি হিলে কঙ্গনা রানাওয়াতের বিলাসবহুল অফিস ও স্টুডিওয়র অন্দরমহল, দেখুন ছবি