মাস্ক না পরার অভিযোগে অভিনেতা, কৌতুকশিল্পী বীর দাসের উপর হেঁচে দিলেন প্রতিবেশী

 প্রতিবেশীর তোলা অভিযোগও নসাৎ করেছেন বীর দাস।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 25, 2020, 04:58 PM IST
মাস্ক না পরার অভিযোগে অভিনেতা, কৌতুকশিল্পী বীর দাসের উপর হেঁচে দিলেন প্রতিবেশী

নিজস্ব প্রতিবেদন : সামাজিক দূরত্ব তিনি মানছেন না। এই অভিযোগ করে বলিউড অভিনেতা তথা কৌতুকশিল্পী বীর দাসের উপর চড়াও হলেন তাঁর এক প্রতিবেশী। শুধু চড়াও হওয়াই নয়, অভিনেতার গায়ের কাছে এসে হাঁচতেও দেখা যায় বীর দাসের ওই প্রতিবেশীকে। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা তথা কৌতুকশিল্পী। প্রতিবেশীর তোলা অভিযোগও নসাৎ করেছেন বীর দাস।

বীর দাস যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, তাঁর প্রতিবেশী তাঁকে মাস্ক পরার কথা বলছেন। আর বাড়ির বাইরে না বের হওয়ার কথা বলছেন। বীর তাঁর প্রতিবেশীকে দূরে দাঁড়ানোর কথা বললে ওই ব্যক্তি রেগে গিয়ে তাঁর গায়ের কাছে এসে হেঁচেও দেন। এখানেই শেষ নয়, রেগে গিয়ে ওই প্রতিবেশী বীর দাসকে চড় কষাতে যেতেও দেখা যায়। বীরকে তিনি বলেন, তাঁর মৃত বাবা-মা তাঁকে খুজে বেড়াচ্ছেন।

আরও পড়ুন- বিনা অনুমতিতে ছবি ব্যবহার, 'পাতাললোক' নিয়ে অনুষ্কার বিরুদ্ধে FIR বিজেপি বিধায়কের

প্রতিবেশীর করা অভিযোগ উড়িয়ে দিয়ে বীর দাস বলেন, ''একটা অদ্ভূত সন্ধে। আমি নিচতলায় থাকি। আমার এক প্রতিবেশী এসেছিলেন, কারণ আমি ওর জন্যও রান্না করেছিলাম।  শুধু ওর জন্যই নয়, কমপ্লেক্সের আরও বেশকিছু জনের জন্যও রান্না করি। যে প্রতিবেশী খাবার নিজে এসেছিলেন, আমি তাঁকে ১৫ ফিট দূরে একটি চেয়ার দিয়ে বসতে দি। আমরা বাড়ির বাইরে বসবার জায়গায় ছিলাম। ও ধূমপান করার জন্য মাস্কটা সরিয়েছিল। আর তার ঠিক ৫ মিনিট পরই এই ঘটনা ঘটে।''

বীর বলেন, ''ওই প্রতিবেশী আমার বাড়িওয়ালা নন। তিনি অ্যানেক্স ভবনের প্রথম তলায় থাকেন। তবে তিনি এমনটা করছেন কারণ, আমার বাড়িওয়ালা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কিন্তু তিনি পান নি। আমি আমর বাড়িতেই ছিলাম ওই ব্যক্তিটি আমার সঙ্গে যেটা করলেন তা হাস্যকর। আর এটা উনি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার আগে পর্যন্ত আমি চুপচাপই ছিলাম। এই রকম একটা নাটকের জন্য দুঃখিত। তা আপনাদের লকডাউন কেমন কাটছে?''

আরও পড়ুন-আমফান বিধ্বস্ত বাংলার জন্য প্রার্থনা, কলকাতা ও বোলপুরের শ্যুটিংয়ের ছবি পোস্ট দিয়া মির্জার

আরও একটি টুইটে বীর দাস লিখেছেন, '' এর আগেও এই ব্য়ক্তি একটি ট্যাবলয়েডে আমার এবাং আমার পরিবারের সম্পর্কে লিখতে গিয়েছিলেন, তবে আমি এগুলো গুরুত্ব দিই নি। তবে পুরো বিষয়টি ঠিক কী ঘটেছে তা জানানোর জন্যই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম।''

এখানেই শেষ নয়, ওই ব্যক্তি নাকি গত ৮ মাস ধরে তাঁর স্ত্রী, পরিবারের অন্যান্যদের এবং কমপ্লেক্সের বিভিন্ন জনকে বিরক্ত করছেন বলেও জানিয়েছেন বীর।

বীরের এই পোস্টে তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রি বহু বন্ধু-বান্ধব মন্তব্য করেছেন। তাঁদের কারোর কথায়, এটা তো রীতিমতো হুমকি দেওয়া। কেউ আবার লিখেছেন এতকিছুর পরও বীর যে শান্ত থেকেছেন, সেটাই অবাক করার মতো।

আরও পড়ুন-করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরুণ ধাওয়ানের মাসির! শোকাহত অভিনেতা

.