জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি একটি শ্যুটিংয়ের কাজে চুক্তি ভঙ্গের অভিযোগে বাংলাদেশের(Bangladesh) অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর(Ziaul Faruq Apurba) বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় সেই দেশের প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই লিমিটেড। অপূর্বর বিরুদ্ধে অভিযোগ আনলেও বাংলাদেশের অনেক পরিচালক ও অপূর্বর সহ অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই তাঁর পাশে দাঁড়ান। অবশেষে শনিবার মধ্যরাতে টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় এই সমস্যার সমাধান হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Sayantika Banerjee: জায়েদ খানের সঙ্গে বিয়ে করছেন সায়ন্তিকা? নীরবতা ভাঙলেন নায়িকা...


শনিবার ঝামেলার নিষ্পত্তির পরেই বাংলাদেশের সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা। টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘকে ধন্যবাদ জানিয়ে অপূর্ব বলেন, ‘সমিতির নেতারা চমৎকার মানুষ। তারা উভয় পক্ষের সবকিছু শুনে সঠিক বিচারটা করে দিয়েছেন। চুক্তি, অগ্রিম টাকা নেওয়া, শুটিং—সবকিছুরই সুন্দর একটা সমাধান হয়েছে। এখন আর আলফা আইয়ের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। দিন শেষে বিনোদন অঙ্গনের সবাই আমরা এক পরিবার। এই সমাধানে তারই প্রতিফলন হয়েছে এখানে। দীর্ঘদিন ধরেই এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলা। একটা ভালো ইমেজ নিয়েই এখানে আমি কাজ করে যাচ্ছি অবিরাম। আমার  সম্পর্কে সেই ধারণা সবার মধ্যেও আছে। আমি অন্যায় করব, এমন তো না। এটি আমাদের দুই পক্ষেরই পুরোপুরি ভুল-বোঝাবুঝি হয়েছিল, তা ছাড়া কিছুই না।’


তবে অপূর্বর বক্তব্য অনেক আগেই এই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যেত কারণ আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিলের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক অপূর্বর। এই বিষয়ে অভিনেতা বলেন, 'আমরা নিজেরা বসে সুন্দর করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতাম। শুধু এটিই নয়, যেকোনো কাজই বসে সুন্দর করে কথা বলে সমাধান করা সম্ভব। এটি আমাদের ভাগ্যে ছিল, কপালে ছিল, তা না হলে এত দিনের সম্পর্কে কেন এমন ঘটনা ঘটবে? ছোট্ট একটা জিনিস ছিল, অথচ এত বড় ঘটনা ঘটে গেল। এটি আমাদের জন্য দুর্ভাগ্য, বিব্রতকর বিষয়। যাহোক, একটা সুন্দর সমাধান হয়েছে। আশা রাখি, আমাদের মধ্যে আগের সম্পর্কই বজায় থাকবে।’


আরও পড়ুন- Shah Rukh Khan: শাহরুখ-সুহানার পরনে ৯৯ হাজারের জ্যাকেট! কয়েক ঘণ্টায় শেষ আরিয়ানের নয়া কালেকশন


অপূর্বের বিরুদ্ধে অভিযোগ উঠলেও পরিচালক চয়নিকা চৌধুরী থেকে অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী পাশে দাঁড়িয়েছেন অভিনেতার। এই প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির অনেক আদরের ছেলে। আমি ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ। আমি যখনই কোনো সমস্যায় বা বিপদে পড়ি, আমার সহকর্মীরা পাশে দাঁড়ান। আমি কোনো দিন তাঁদের ঋণ শোধ করতে পারব না। আমি যত দিন বেঁচে থাকব, তত দিন আমার সহকর্মীদের মনে রাখব। সবাই যেভাবে আমার পাশে ছিলেন, চোখে পানি এসেছে, আমি কান্না করেছি।’


প্রসঙ্গত, বাংলাদেশের নাটকে জনপ্রিয় নাম জিয়াউল ফারুক অপূর্ব। তাঁর নাটক শুধু মাত্র বাংলাদেশেই নয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে ভারতেও সমান জনপ্রিয়। কিছুদিন আগেই এপার বাংলাতেও ছবির শ্যুটিং করেন অপূর্ব। ‘চালচিত্র’ নামে ছবিতে কাজ শেষ করেছেন তিনি। চলতি বছরই সেই মুক্তির কথা। অপূর্বর পাশাপাশি সেই ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)