নিজস্ব প্রতিবেদন: করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে দেশ। অক্সিজেন, বেড, টিকার জন্য হাহাকার।  দিকে দিকে আপনজনকে হারানোর কান্না। ত্রস্ত মানুষ। রাজ্যে চলছে কার্যত লকডাউন। শুধুমাত্র সরকার নির্ধারিত সময়ে খোলা থাকছে বাজার-দোকান। ফলে প্রয়োজনের তাগিদে ঘরের বাইরে বেরোতেই হচ্ছে। সেজন্যই সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। এই অতিমারিতে কোন চারটে কাজ করা আবশ্যক, মনে করালেন টলি অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'নেকুপুষুমুনু আমার', ভোটের পর সোনালির বোধোদয়ে কটাক্ষ Sreelekha-র


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। সেই ভিডিওতে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। 


প্রিয়াঙ্কা চার পরামর্শ:


  • বাইরে বের হওয়ার আগে মাস্ক অবশ্যই পরতে হবে।

  • মাঝে মাঝেই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

  • শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

  • যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিতে হবে।


দেখুন ভিডিওটি



আরও পড়ুন: মুর্শিদাবাদের মানুষের কাছে ত্রাতা হয়ে এলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র Arijit Singh