নিজস্ব প্রতিবেদন: বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( 26th Busan International Film Festival) প্রতিযোগিতা মূলক বিভাগে নির্বাচিত 'কালকক্ষ'। আর এটাই প্রথম কোনও বাংলা ছবি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা মূলক বিভাগে নির্বাচিত হয়েছে। 'কালকক্ষ' ছবিটি পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত প্রথম ফিচার ফিল্ম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবির বিষয়বস্তু প্রসঙ্গে কথা বলতে গিয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে পরিচালক রাজদীপ পাল জানান, ''ছবিতে দেখা যাবে মহামারীর প্রেক্ষাপটে একজন চিকিৎসক একটি বাড়িতে আটকে পড়েন। সেই বাড়িতে রয়েছেন তিন বয়সের তিন মহিলা। ধীরে ধীরে তাঁরা স্থান ও কালের চক্রব্যূহের মধ্যে আটকে পড়বেন।'' 


আরও পড়ুন-Deepika-র পর এবার Shraddha-য় কোপ, পারিশ্রমিক বাড়ানোয় ছেঁটে ফেলা হল অভিনেত্রীকে



বুসান চলচ্চিত্র উৎসবে 'কালকক্ষ'-এর নির্বাচন প্রসঙ্গে পরিচালক রাজদীপ পাল বলেন, ''আমরা প্রচণ্ড উৎসাহিত। বাংলা ছবির ক্ষেত্রে একটা একটা অনেক বড় সম্মান। এই ছবিটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা মূলক বিভাগে নির্বাচিত হয়েছে। আমরা যখন মহামারীর মধ্যে, ভীষণই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখনই ছবিটা বানিয়েছি। সেই ছবিটা আন্তর্জাতিক ক্ষেত্রে দর্শকদের কাছে পৌঁছবে, এটা ভেবেই ভালো লাগছে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে, তবে করোনার কারণে দক্ষিণ কোরিয়া-র বেশকিছু কঠিন বিধি নিষেধ রয়েছে, সেগুলি কীভাবে সামলে সেখানে যাওয়া যায়, আপাতত সেটা দেখা হচ্ছে। আর দীপাবলি পর এটা প্রেক্ষাগৃহে রিলিজের কথা ভাবা হচ্ছে। ''


আরও পড়ুন-চেটেপুটে কলকাতার দম বিরিয়ানির স্বাদ নিলেন Hollywood তারকা Paul Rudd



ছবির আরও এক পরিচালক শর্মিষ্ঠা মাইতির কথায়, ''এটা আমার আর রাজদীপের যৌথ পরিচালনায় প্রথম ফিচার ফিল্ম। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা মূলক বিভাগে ১১টা ছবির মধ্যে আমাদের ছবিটা আছে, সেটা ভেবেই আমরা অভিভূত। গতবছর লকডাউন ওঠার পরপরই শ্যুট শুরু করি, মাত্র ১৬ দিনে কাজ হয়েছে। মূলত নয়াবাদের একটা বাড়িতে পুরোপুরো বন্দি হয়ে আমরা কাজ করেছি। আর কিছুটা শ্যুট বাইরে হয়েছে। এই ছবির গল্প, চিত্রনাট্য, পরিচালনা, সম্পাদনা সবটাই আমার আর রাজদীপের। ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, শ্রীলেখা মুখোপাধ্যায়, অমিত সাহা। এছাড়া অহনা কর্মকার ও দীপ সরকার, দুজন শিশুশিল্পী অভিনয় করেছেন।''


প্রসঙ্গত, 'কালকক্ষ' ছবিটির প্রযোজনা করেছে অরোরা ফিল্ম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার।


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)