নিজস্ব প্রতিবেদন: ফের আত্মহত্যার ঘটনা ঘটল বলিউডে। ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ভোজপুরি অভিনেতা অক্ষত উতকর্ষ। প্রসঙ্গত, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও একটু একটু করে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন অক্ষত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ​কঙ্গনাকে ভুলে যান, না হলে ফল ভুগতে হবে, অভিনেত্রীর প্রতিবেশীদের হুমকি বিএমসির?


রিপোর্টে প্রকাশ, রবিবার রাতে বিহারের মুজফ্ফরপুরের বাড়িতে বাবাকে ফোন করেন অক্ষত কিন্তু ওই সময় টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠানে মগ্ন ছিলেন তাঁরা। ফলে অক্ষতকে পরে ফোন করবেন বলে জানান তাঁর বাবা। এরপর শো শেষ হয়ে গেলে অক্ষতকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি। ওই ঘটনার কিছুক্ষেণের মধ্যেই অভিনেতার বিশেষ বান্ধী স্নেহা চৌহান অক্ষতের বাড়িতে ফোন করে বন্ধুর আত্মহত্যার খবর জানান। অক্ষত কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না বলে দাবি প্রয়াত অভিনেতার পরিবারের। পরিকল্পনা করেই তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন অক্ষতের বাবা।


আরও পড়ুন : কোভিড হাসি কেড়েছে বহু মানুষের, তাই পুজোর রং যেন ফিকে স্নেহা চট্টোপাধ্যায়ের কাছে


যদিও মুম্বই পুলিসের তরফে অক্ষতের পরিবারের কোনও অভিযোগই শুনতে চাওয়া হয়নি বলে অভিযোগ। ফলে প্রয়াত অভিনেতার পরিবার বিহার পুলিসের দ্বারস্ত হয়েছেন বলে খবর।