নিজস্ব প্রতিবেদন: 'নাচ বলিয়ে ৯'-এর মঞ্চে যেন আগুন ধরিয়ে দিলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে নাচলেন 'টিঙ্কু জিয়ার' সুরে। গোলাপি রঙের লেহঙা পরে মোনালিসা যখন মঞ্চে হাজির হন, তখন তাঁর ঠুমকার ধাক্কায় দর্শকদের মনে দোলা দিতে শুরু করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'শরীর ঢেকে রাখ', কড়া সমালোচনার মুখে শাহরুখ-কন্যা সুহানা



আরও পড়ুন : বিকিনি পরে সৈকতে নাচছেন বলিউড অভিনেত্রী, ভাইরাল ভিডিয়ো
'নাচ বলিয়ে ৯'-এর সেটে স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গেই 'টিঙ্কু জিয়ার' সুরে কোমর দোলাতে দেখা যায় কলকাতার মেয়ে অন্তরা বিশ্বাসকে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভোজপুরি অভিনেত্রীর ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন : আলাদা হচ্ছে চলার পথ! বিয়ে ভাঙছে সৌরভ-মধুমিতার?
দেখুন সেই ভিডিয়ো...


 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


'দুপুর ঠাকুরপো' সিজন টু-এর পর মোনালিসাকে দেখা যায় হিন্দি ধারাবাহিক 'নজর'-এ। ওই মেগার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মোনালিসা। 'নজর' শেষ হওয়ার পর আর কোনও প্রজেক্টে মোনালিসাকে দেখা যাবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি ভবিষ্যতে মোনালিসাকে বাংলায় দেখা যাবে কি না, তা নিয়েও কিছু খোলসা করেননি অভিনেত্রী।