নিজস্ব প্রতিবেদন: 'ভূতের ভবিষ্যত' ছবির ভূতনাথ ভাণ্ডারিকে মনে আছে? কিংবা 'বাইশে শ্রাবণ' ছবির কানাইয়ের কথা। হ্যাঁ ঠিকই ধরেছেন টলি পাড়ার অত্যন্ত পরিচিত মুখ, তিনি অভিনেতা সুমিত সমাদ্দার (Sumit Samaddar)। কমেডি চরিত্র হোক বা ভিলেন, দাপুটে অভিনেতা একাই যে কোনও দৃশ্যকে টেনে নিয়ে যেতে পারেন অনেকদূর। বেশ কিছুদিন পর্দায় দেখা পাওয়া যাচ্ছে না তাঁর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:Nusrat র 'প্রেগন্যান্সি ক্রেভিং', ঘন ঘন স্বাদ বদলাতে মনের মত খাবার এনে দিচ্ছেন কে?


তিনি চরিত্রাভিনেতা, খুব বেশিদিনের কাজ তাঁদের থাকে না। ধারাবাহিকে কাজ করেন চুটিয়ে। তবে গত একবছর ধরে তাঁর কোনও কাজই নেই। অতিমারির জন্য কাজ বন্ধ ছিল বেশ কিছুদিন, লকডাউনও হয়েছিল। আবার সময় পেরিয়েছে সব স্বাভাবিক হয়ে গেলেও অভিনেতার কাছে কোনও কাজের অফার আসে নি। অগত্যা বিকল্প কাজের কথা ভাবছেন শিল্পী (Sumit Samaddar)। 


কেরিয়ারের প্রথম দিকে চাকরি করতেন, ব্যবসাও করেছেন,একটা বড় সময় মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর ব্যান্ডও ছিল, 'অভিলাসা'। রাঘব চট্টোপাধ্যায়ের 'চাঁদ কেন আসেনা আমার ঘরে' গানটিও তাঁর লেখা। দীর্ঘদিন গীতিকার হিসাবেও কাজ করেছেন। তাঁর লেখা গান রয়েছে রূপঙ্কর, শুভমিতার মত শিল্পীর কণ্ঠেও। দেবজ্যোতি মিশ্রর সঙ্গে সহযোগী হিসাবে ৮ বছর কাজ করেছেন তিনি। এত গুণী শিল্পীও কাজ হারা এখন।



শেষ কাজ করেছিলেন আগের বছর পুজোর সময়। এরপর আর ডাক পান নি কোনও চরিত্রের জন্য, অগত্যা শিল্পী এখন একটি অ্যাপে ছোটদের জন্য গল্প পড়ে শোনাচ্ছেন। খুব সামান্যই তার পারিশ্রমিক। সঞ্চয় শেষ হয়ে আসছে, কী করবেন ভেবে পাচ্ছেন না অভিনেতা। শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন 'আমার মত অনেক শিল্পীরই একই অবস্থা। সমবণ্টন বলে একটা কথা ছিল ইন্ডাস্ট্রিতে যা এখন আর নেই। ফোরাম অনেকের পাশে রয়েছেন, তবে কর্ম ণ্টও জরুরি। সবাইকে কাজ দেওয়া সম্ভব নয়, তবে কিছু অভিনেতার বসে থাকাটা সত্যিই দূর্ভাগ্যজমক। সব পেশাতেই এখন একইরকম অবস্থা।'


অভিনেতার মাথার ওপর ছাদ আছে, তিনি খুব সাধারণ ভাবেই জীবনযাপন করেছেন। করোনা আবহে কখনও বলেন নি কাজ করতে পারবেন না, তবু এমন অবস্থা হবে কখনও ভাবেন নি। শুধু নিজের কথা নয়, সব শিল্পীদের নিয়েই চিন্তিত সুমিত সমাদ্দার। সব্জি বিক্রি থেকে মাছের ব্যবসা, শিল্পীরা সংসার চালাতে রোজগার করছেন এইভাবেই, প্রতিভাবান শিল্পীরা কী তবে হারিয়ে যাবেন এইভাবেই?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)