ব্রিটেনের রানির নেমন্তন্ন ফেরালেন অমিতাভ বচ্চন!
ওয়েব ডেস্ক: ২৭শে ফেব্রুয়ারি ব্রিটেন-ভারত সাংস্কৃতিক বর্ষ ইভেন্ট উদ্বোধনের জন্য ভারতীয় মেগাস্টারকে আমন্ত্রণ জানিয়েছিলেন Queen Elizabeth 2 ও Prince Philip, ডিউক অফ এডিনবরা। অমিতাভ বচ্চন জানিয়েছেন, তাঁর ঐদিন আগে থেকেই কাজ থাকায় তিনি যেতে পারছেন না। বিগ বি এখন যশরাজ ফিল্মসের ঠাগস অফ হিন্দুস্তান,অয়ন মুখার্জির ড্রাগন, রামগোপাল ভার্মার সরকার থ্রি,আঁখে-র সিক্যুয়েল এরকম সব ছবি নিয়ে প্রচণ্ড ব্যস্ত। মার্চের প্রথম সপ্তাহেই সরকার থ্রি-র ট্রেলার লঞ্চ হওয়ার কথা। তাই এই ব্যস্ততার শিডিউলে তিনি রানির আমন্ত্রণ কে ফিট করাতে পারলেন না। (কন্ডোমের সঙ্গে রণবীর সিংয়ের তুলনা, শোরগোল সোশ্যাল নেটওয়ার্কে)