নিজস্ব প্রতিবেদন : লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে রাতারাতি 'বাস্তবে নায়ক' হয়ে উঠেছেন সোনু সুদ। সম্প্রতি, তাঁর এই কাজে খুশি হয়ে সোনুকে রাজভবনে ডেকে পাঠান মহারাষ্ট্রের রাজ্যপাল। সরকারিভাবে তাঁকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এরই মাঝে বি-টাউনে জোর গুঞ্জন সোনু নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সত্যিই কি রাজনীতিতে আসছেন সোনু?


সম্প্রতি, Gulf News-কে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। সোনু সুদ বলেন, ''আমি অভিনেতা হিসাবে ভীষণই খুশি। বর্তমানে এই পেশায় উন্নতি করার সুযোগ পাচ্ছি। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না।''


আরও পড়ুন-সোনু সুদের নাম ভাঙিয়ে প্রতারণা, শ্রমিকদের সতর্ক করলেন অভিনেতা



আরও পড়ুন-America’s Got Talent, মার্কিন রিয়েলিটি শোয়ে নজর কাড়ছেন এরাজ্যের সোনালি


দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকদের নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছেন সোনু। কেউ কেউ অভিযোগ করেছেন, বিজেপির সাহায্য নিয়েই নাকি তিনি এই কাজ করছেন। এবিষয়ে সোনু সুদ Gulf News-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ''প্রত্যেক রাজ্যেই ভিন্ন ভিন্ন সরকার রয়েছে। তাঁদের কাছ থেকে অনুমতি চেয়েই আমি এই উদ্যোগ নিচ্ছি। যে অভিযোগ উঠেছে, তাতে আমি হতাশ নই। সবজায়গা থেকে মানুষ আমায় ডাকছেন, ধন্যবাদ জানাচ্ছেন। এটাই আমার কাছে বড় পাওনা। এর বাইরে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই আমার নেই।''


সোনু আরও বলেন, ''গত ৪ রাত আমি ঠিক করে ঘুমোতেও পারিনি। আমি ঘুমনো মানে, যাঁরা আমার সাহায্যের অপেক্ষায় বসে রয়েছেন, তাঁদের সমস্যায় ফেলা। আমি রোজ অনেক ফোন পেয়েছি। আমার পরিবারে সদস্য, বন্ধু সকলেই সেই তথ্য সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। তারপরই আমি ভাবি, অনেকের কাছ হয়ত আমি পৌঁছতে পারছি না, আর সেকারণই টোল ফ্রি নম্বরের ব্যবস্থা করি।''