নির্ভয়াকাণ্ডে ৪ অপরাধীর ফাঁসি, দীর্ঘ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন তারকারা
আবার অনেকই দেরিতে হলেও অপরাধীরা শাস্তির পাওয়ায় খুশি।
নিজস্ব প্রতিবেদন : অবশেষে বিচার পেল নির্ভয়া। শুক্রবার সকালেই ফাঁসিকাঠে ঝোলানো হয়েছে নির্ভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত ৪ অপরাধীকে। দিল্লির রাস্তায় সেই নারকীয় ঘটনা ঘটেছিল ২০১২ সালে। আর অপরাধীরা ফাঁসিকাঠে ঝুলল ২০২০ সালে এসে। এমন এক ভয়ঙ্কর ঘটনায় শাস্তি দিতে এতগুলো বছর লেগে গেল? প্রশ্ন তুলেছেন তারকাদের অনেকেই। আবার অনেকই দেরিতে হলেও অপরাধীরা শাস্তির পাওয়ায় খুশি।
নিজের টুইটার হ্যান্ডেলে বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর লিখেছেন, ''যেমন কর্ম, তেমন ফল। এটা শুধু ভারত নয়, সারা পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকুক। ধর্ষণের সাজা একমাত্র মৃত্যুদণ্ডই হতে পারে। মহিলাদের সম্মান করতে শেখা উচিত। যাঁরা এই বিচার প্রক্রিয়ায় দেরি করিয়েছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত। জয় হিন্দ।''
আরও পড়ুন-বিশ্বজুড়ে করোনার প্রকোপ, ছেলে-মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা
অভিনেত্রী প্রীতি জিন্টা লিখেছেন, ''অবশেষে নির্ভয়া মামলার অবসান হল। এই প্রক্রিয়াটা আরও দ্রুত সম্মন্ন করা যেত। তবুও আমি খুশি যে অবশেষে এই মামলাটা শেষ হল। অবশেষে নির্ভয়া ও তার পরিবার শান্তি পেল।
আরও পড়ুন-করোনার বিরুদ্ধে লড়াই, বিশেষ উদ্যোগ বলিউড তারকাদের
তাপসী পন্নু লিখেছেন, ''অবশেষে প্রক্রিয়া সম্পন্ন হল। আশাকরি বহু বছর পর নির্ভয়ার বাবা-মা শান্তিতে ঘুমোতে পারবেন। দীর্ঘ লড়াই হল।''
প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন লিখেছেন, ''একজন মা কতটা সহনশীল, আশাদেবী সেটা দেখিয়েছেন। অবশেষে বিচার পেল নির্ভয়া, দুগ্গা, দুগ্গা।''
রবিনা ট্যান্ডন টুইট করে অপরাধীর ফাঁসির হওয়ার আগের রাতে, অর্থাৎ বৃহস্পতিবার। লিখেছেন, ''অবশেষে বিচার হল। তবে বিচার পেতে টানা ৭ বছর সময় লেগে গেল! আশাকরি নির্ভয়ার আত্মা এবার শান্তি পাবে। এবার এই ৪জনকে নরকে পাঠানোর সময় হয়েছে।''
অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, ''আমার প্রার্থনা সবসময় নির্ভয়ার পরিবার ও তাঁর কাছের মানুষদের সঙ্গে রয়েছে। দেরিতে হলেও বিচার পেল নির্ভয়া। '' আরও একটি টুইটে রীতেশ লেখেন, ''আরও কড়া আইন, দ্রুত বিচার প্রক্রিয়া, এই সব ঘৃণ্য মানুষদের মনে ভয় ঢোকাতে পারে।''
প্রসঙ্গত, দীর্ঘ ৭ বছর ধরে চলা বিচার প্রক্রিয়ার পর অবশেষে ২০ মার্চ, ২০২০, শুক্রবার তিহার জেলে নির্ভয়া ধর্ষণ ও খুনের ঘটনার ৪ অপরাধী অক্ষয় ঠাকুর(৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিংকে।
আরও পড়ুন-ভিডিয়ো কলে সাবধানে থাকার কথা সৃজিতকে ভালো করে বুঝিয়েছে মেয়ে আইরা : মিথিলা