নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় এবার নাম জড়ালো বলিউডের ফিল্ম প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার। রবিবার, আচামকাই তল্লাশি চালিয়ে ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়ি থেকে উদ্বার হয় মাদক। যদিও সেসময় প্রযোজক বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই প্রযোজককে সমন পাঠিয়েছে NCB। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরই উঠে আসে বলিউডে মাদক যোগের কথা। মাদক মামলায় লিউডের একাধিক ব্যক্তিত্বের নাম জড়ায়। এমনকি এই মামলার তদন্তে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান সহ একাধিক বলি তারকাকে জিজ্ঞাসাবাদ করে NCB। যদিও আবার দীপিকা, শ্রদ্ধা, সারাদের এই মামলায় একপ্রকার NCB-র দিয়েছে বলেই খবর। তবে মাদক মামলার তদন্তে মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরো। 


আরও পড়ুন-১০ নভেম্বর পর্যন্ত মুলতুবি হয়ে গেল দীপিকার ম্যানেজার করিশ্মার আগাম জামিনের শুনানি


রবিবার মালাড, আন্ধেরি, লোখান্ডওয়ালা, খারঘর এবং কোপারখাইরানে এলাকারও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনসিবি। তল্লাশি চালানো হয় প্রযোজক ফিরোজ নাদিওয়াদওয়ালার বাড়িতে। প্রযোজক সেসময় বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন NCB-র আধিকারিকরা। প্রসঙ্গত, ফিরোজ নাদিওয়াদওয়ালা 'হেরা ফেরি', 'আওরা পাগল দিওয়ানা', 'ওয়েলকাম' এবং 'অরক্ষণ'-এর মত চলচ্চিত্রের প্রযোজক।



আরও পড়ুন-'মেয়েকে বড্ড ভালোবাসি, ওর দায়িত্ব নেব', বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজ


এদিকে মাদক মামলায় দীপিকা পাড়ুকোন ক্লিনচিট পেলেও এখনও NCB-র নজরে রয়েছেন অভিনেত্রীর ম্যানেজার করিশ্মা প্রকাশ। সম্প্রতি করিশ্মার বাড়ি থেকে ১.৮ গ্রাম হ্যাশ সহ বেশ কয়েকটি সিবিডি অয়েলের ফাঁকা বোতল উদ্ধার করে NCB। এই ঘটনার পর বেশকিছুদিন নিখোঁজও ছিলেন করিশ্মা প্রকাশ। তবে গত বুধবার তিনি NCB-র অফিসে হাজিরা দেন। ইতিমধ্যে করিশ্মা আদালতে আগাম জামিনের আবেদনও করেছেন।