নিজস্ব প্রতিবেদন :  দুই মেয়ের পর এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের প্রযোজক করিম মোরানি। তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভাই মহম্মদ মোরানি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করিম মোরানির ভাই মহম্মদ জানান, '' হ্যাঁ, করিমের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ। আমি এটাই আশঙ্কা করেছিলাম, কারণ, করিম তাঁর দুই মেয়ের সঙ্গে ছিলেন। আমরা আজই ওকে নানাবতী হাসপাতালে ভর্তি করেছি। পুরসভার তরফে পুরো বিল্ডিংটি স্যানিটাইজ করা হচ্ছে এবং সিল করে দেওয়া হয়েছে। যাতে ওই বিল্ডিংয়ের অন্যরা সুরক্ষিত থাকেন। এদিকে এদিনও শাজার (করিম মোরানির মেয়ে) টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রার্থনা করছি পরবর্তী টেস্টের রিপোর্ট যেন নেগেটিভ আসে।''


আরও পড়ুন-বেগুন ভর্তা বানাবেন, ছেলেকে সঙ্গে নিয়েই বাড়ির বাগান থেকে টাটকা সবজি তুললেন শিল্পা


এদিকে করিম মোরানির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ''করিমের বয়স ইতিমধ্যেই ৬০ পার হয়েছে। তাছাড়া এর আগে ও  দুবার হৃদরোগেও আক্রান্ত হয়েছিল। বাইপাস সার্জারিও হয়েছে। তাই চিন্তা তো হচ্ছেই। এদিকে করিমের দুই মেয়েকে দুটো আলাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর পরিবার চাইছে, ওদের তিনজনকে যাতে একই হাসপাতালে ভর্তি করা হয়। ''



আরও পড়ুন-লকডাউনে মদ কিনতে পারেননি, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রীর ছেলে


জানা যাচ্ছে, লক ডাউনের আগেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন করিম মোরানির মেয়ে শাজা। অন্যদিকে জয়পুরে শ্যুটিং থেকে ফেরার পরই সর্দি কাশিতে ভুগছিলেন  তাঁর আরও এক মেয়ে জোয়া।  তাঁরা দুজনেই করোনায় আক্রান্ত। এদের  মধ্যে জোয়া রয়েছেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ও শাজা রয়েছেন নানাবতী হাসপাতালে।


প্রসঙ্গত, করিম মোরানি শাহরুখের চেন্নাই এক্সপ্রেস, রা-ওয়ান সহ একাধিক সিনেমার প্রযোজক ছিলেন।