The Kashmir Files: `পাপ ধুয়ে দিয়েছে এই ছবি`, `দ্য কাশ্মীর ফাইলস` দেখে কাদের নিশানা করলেন কঙ্গনা?
`দ্য কাশ্মীর ফাইলস` (The Kashmir Files)-কে সমস্ত রাজ্যে করমুক্ত করার আর্জি বলিউডের `কুইন`-এর
নিজস্ব প্রতিবেদন: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের মনের কথা বললেন তিনি। সরাসরি টার্গেট করলেন বলিউডের একাংশকে।
বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ছবিটি সোমবার দেখেন বলিউডের 'কুইন'। এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য রাখেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তিনি বলেন, "ওনারা এত ভাল একটা ছবি বানিয়েছেন, যা বলিউডের সমস্ত পাপ ধুয়ে দিয়েছে।" এখানেই শেষ নয়, বলিউডের অন্যান্য সুপারস্টারদেরও ছবিটির প্রচার করা উচিত বলে জানান কঙ্গনা। 'পাঙ্গা' (Panga)-র অভিনেতা বলেন, "বলিউডে বহু বোকা বোকা ছবি তৈরি হয় এবং সেটার ব্যাপক প্রচার করা হয়। তাঁদের এই ছবিটিরও প্রচার করা উচিত।" 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)-কে সমস্ত রাজ্যে করমুক্ত করার আর্জিও জানান তিনি।
প্রথম থেকেই 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটির পাশে দাঁড়ান কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "দেখুন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি নিয়ে বলিউড কেমন চুপ রয়েছে। শুধু এই ছবির বিষয়বস্তুই নয়, ব্যবসাও অনুকরণীয়।"
১৯৯০-তে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া 'গণহত্যা'কে কেন্দ্র করে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবিটি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। ছবিটিতে অভিনয় করেছেন, অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)।
আরও পড়ুন: KIFF 2022: '১০০ শতাংশ দর্শক সংখ্যা নিয়ে চলচ্চিত্র উৎসব হোক, এটাই আশা', রাজ চক্রবর্তী
আরও পড়ুন: Shah Rukh Khan in OTT: নতুন ওটিটি অ্যাপ নাকি ওটিটিতে নয়া প্রজেক্ট! ধোঁয়াশা অব্যাহত শাহরুখের ঘোষণায়