KIFF 2022: '১০০ শতাংশ দর্শক সংখ্যা নিয়ে চলচ্চিত্র উৎসব হোক, এটাই আশা', রাজ চক্রবর্তী

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১ মে অবধি। ৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। 

Updated By: Mar 15, 2022, 08:13 PM IST
KIFF 2022: '১০০ শতাংশ দর্শক সংখ্যা নিয়ে চলচ্চিত্র উৎসব হোক, এটাই আশা', রাজ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন: করোনার কারণে বারবারই পিছিয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(Kolkata International Film Festival)। গত জানুয়ারিতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসবের। কিন্তু সেসময় একে একে করোনা আক্রান্ত হন চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী থেকে শুরু করে কমিটির বেশ কয়েকজন। করোনার বাড়তি প্রকোপের কারণেই পিছিয়ে যায় ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অবশেষে ঘোষণা হল নয়া দিনের। 

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১ মে অবধি। ৭ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সবমিলিয়ে ১৬০টি ছবির ২০০টি শো আয়োজন করা হয়েছে। এবছরের উদ্বোধনী ছবি সত্যজিত রায়ের(Satyajit Ray) 'অরন্যের দিনরাত্রি'। 

এবছর শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরিয়ন ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে। সত্যজিত রায়ের তৈরি ছবি ও তাঁকে নিয়ে তৈরি ছবিও প্রদর্শিত হতে চলেছে চলচ্চিত্র উৎসবে। সেই তালিকায় রয়েছে পথের পাঁচালী, পরশ পাথর, নায়ক, শতরঞ্জ কি খিলাড়ি, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, শ্যাম বেনেগালের তৈরি সত্যজিত রায় নামক ডকুমেন্টারি সহ বেশ কয়েকটি ছবি। প্রদর্শিত হবে চিদানন্দ দাশগুপ্তের ছবি পোর্টেট অফ দ্য সিটি ও আমোদিনী। এছাড়াও রয়েছে মিকলোস ইয়াঞ্চর সবচেয়ে বিখ্যাত ছবি 'ইলেক্ট্রা মাই লাভ'। এবছর সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার পরিবেশন করবেন পরিচালক সুজিত সরকার। 

অবশেষে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণ হওয়ায় আনন্দিত ফেস্টিভালের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। জি ২৪ ঘণ্টাকে তিনি জানান, 'আমরা সবাই খুশি। জানুয়ারি মাসে ফিল্ম ফেস্টিভাল হওয়ার কথা ছিল, তখন করোনার তৃতীয় ঢেউয়ের কারণে সম্ভব হয়নি। অবশেষে ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলচ্চিত্র উৎসব হবে। সমস্ত পরিকল্পনা একই থাকছে। আমাদের টিম কাজ শুরু করে দিয়েছে। কোভিড প্রোটোকল মেনেই সব হবে। যেহেতু এখন হাতে বেশ অনেকটা সময় আছে, তাই আশা করছি যে ১০০ শতাংশ দর্শকসংখ্যা নিয়েই চলচ্চিত্র উৎসব করতে পারব। এটা আমার ব্যক্তিগত আশা। যদি এরকম হতে পারে তো খুব ভালো হবে'। শোনা যাচ্ছে নজরুল মঞ্চে হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান। তবে রাজের মতে এখনই তা নিশ্চিত হয়নি, কথাবার্তা চলছে।

আরও পড়ুন: Aparajita Apu: মার্চেই শেষ 'অপরাজিতা অপু', সেই জায়গায় সম্প্রচারিত হবে কোন ধারাবাহিক?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.