নিজস্ব প্রতিবেদন : অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাংলো সহ মুম্বই শহরের ৪ জায়গায় বোমা রাখা হয়েছে। শুক্রবার সন্ধেয় মুম্বই পুলিসের কাছে আসে এমনই এক উড়ো ফোন। ঘটনার জেরে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, শুক্রবার রাত ৮.৫৩ নাগাদ মুম্বই পুলিসের (Mumbai Police) কাছে ফোনটি এসেছিল। জানানো হয়, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)  বাংলো, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (সিএসএমটি), বাইকুলা, দাদার রেল স্টেশনে বোমা রাখা হয়েছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছোয় রেল পুলিস, রেল সুরক্ষা বাহিনী, বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং স্থানীয় পুলিস। যদিও এতকিছুর পরেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিস মোতায়েন রয়েছে। জায়গাগুলি আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। 


আরও পড়ুন-গন্তব্য নরওয়ে, মেয়ে আদিরাকে নিয়েই দেশ ছাড়লেন Rani, পাড়ি দিলেন Anirban


প্রাথমিকভাবে পুলিসের অনুমান বোমা রাখার দাবি করে ফোনটি ভুয়ো ছিল। যে নম্বর থেকে ফোন এসেছি, তা ট্রেস করে মুম্বইয়ের কল্যাণ সিলপাতা এলাকা থেকে রাজু ও রমেশ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস (Mumbai Police)। পুলিস সূত্রে খবর, ধৃতরা মত্ত অবস্থাতে এই কাণ্ড ঘটিয়েছিলেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)